সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষায় লাতিন আমেরিকাকে সমর্থন করে চীন
- আনাদোলু এজেন্সি
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
লাতিন আমেরিকা কোনো দেশের ‘উঠোন নয়’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। এই অঞ্চলের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক জোরদারের চেষ্টার মধ্যেই এশিয়ার পরাশক্তি এই দেশটি এই মন্তব্য করল। এ ছাড়া সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় লাতিন আমেরিকার দেশগুলোকে বেইজিং সমর্থন করে বলেও জানিয়েছে চীন।
খবরে বলা বলছে, দক্ষিণ আমেরিকায় সম্পর্ক জোরদার করার জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, লাতিন আমেরিকা কোনো দেশের ‘উঠোন নয়’। বুধবার জাতিসঙ্ঘে বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেলিন্ডা সোসার সাথে দেখা করার সময় ওয়াং এ কথা বলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করতে নিউ ইয়র্কে রয়েছেন।
চীন নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান। বেইজিংয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেলিন্ডা সোসাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, ‘লাতিন আমেরিকা হলো লাতিন আমেরিকান জনগণের আবাসস্থল, কোনো দেশের পেছনের উঠোন নয়।’ তিনি আরো বলেন, ‘চীন তাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় লাতিন আমেরিকার দেশগুলোকে সমর্থন করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা