ট্রাম্প কি গাজা পরিকল্পনা থেকে সরে আসছেন?
- মিডল ইস্ট আই
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাজা পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে এসেছেন বলে দাবি করেছে মিসর। তারা বলেছে, এ বিষয়ে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এক বৈঠকে ট্রাম্পকে বুঝিয়েছেন। তার কথা মনোযোগ সহকারে শুনেছেন ট্রাম্প এবং সহমর্মিতা দেখিয়েছেন। মিসরের একজন সিনিয়র কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, গাজায় যুদ্ধপরবর্তী একটি পরিকল্পনা দিয়েছে মিসর। এতে আরবদের সমর্থন আছে। এ পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।
মিসরীয় ওই কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, সম্প্রতি ওয়াশিংটন সফর করেন জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। এ সময় তিনি ট্রাম্পের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এর আগে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক জর্দান ও মিসরে পাঠিয়ে দিয়ে গাজা উপত্যকাকে খালি করে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। বলেছিলেন, গাজাকে দখল করে নেবে যুক্তরাষ্ট্র। কিন্তু ওই বৈঠকে ট্রাম্পকে সেই পরিকল্পনা থেকে সরে আসতে সম্মত করিয়েছেন বাদশাহ আবদুল্লাহ। ফলে কায়রো এবং আরব রাষ্ট্রগুলো বাদশাহ আবদুল্লাহর এই বৈঠককে জয় হিসেবে দেখছে। মিসরীয় কর্মকর্তা আরো বলেছেন, ওই রুদ্ধদ্বার বৈঠক চমৎকার ছিল।
উল্লেখ্য, গাজা উপত্যকাকে দখল করে নেয়ার প্রকাশ্য যে পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প, তার বিরুদ্ধে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি বাদশাহ আবদুল্লাহ। তবে মিসরীয় কর্মকর্তা বলেছেন, বাদশাহ ব্যক্তিগতভাবে ট্রাম্পকে তার পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা