০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

‘ফিলিস্তিন বিক্রির জন্য নয়’, হোয়াইট হাউজের সামনে প্রতিবাদ

ট্রাম্পের গাজা দখলের ঘোষণা
হোয়াইট হাউজের কাছে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত সমাবেশে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি সংবলিত একটি পোস্টার ধরে আছেন একজন বিক্ষোভকারী : ইন্টারনেট -

ফিলিস্তিনের গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের মালিকানায় নেয়ার ঘোঘণার প্রতিবাদে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ মানুষ। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে ‘প্যালেস্টাইন ইজ নট ফর সেল’ (ফিলিস্তিন বিক্রির জন্য নয়) বলে স্লোগান দেন। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউজ সফরের প্রতিবাদ করেন এবং ট্রাম্প প্রশাসনকে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান।
এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং ইসরাইলি নৃশংসতার নিন্দা করেন। বিক্ষোভে অংশ নেয়া একজন কর্মী মাইকেল শির্টজার বলেন, ‘আমেরিকানরা চায় না যে তাদের করের টাকা ফিলিস্তিনিদের হত্যার জন্য ব্যবহার করা হোক।’ গাজায় জাতিগতভাবে নির্মূলে ট্রাম্পের প্রস্তাবকে তীব্র ভাষায় সমালোচনা করেন শির্টজার। তিনি বলেন, ‘ফিলিস্তিনের মানুষ কোথাও যাবে না। তারা সেই দেশের আদিবাসী। মানুষকে বাস্তুচ্যুত করার কথা বলা উপনিবেশবাদী মানসিকতা।’
গাজা উপত্যকা দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে।’ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর পরই ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্য দেশে পাঠানোর পরিকল্পনার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তিনি স্পষ্টই বললেন, ‘গাজার দখল নেবে আমেরিকা। বাসিন্দাদের এখন এলাকা ত্যাগ করা উচিত।’
স্থানীয় সময় মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন নেতানিয়াহু। গত রোববার বিকেলে আমেরিকায় পৌঁছান তিনি। ‘ট্রাম্প আগেই বলেছিলেন, তিনি মনে করেন না, গাজায় ফিলিস্তিনিদের জন্য কোনো স্থায়ী ভবিষ্যৎ আছে। এবার এ নিয়ে আরো স্পষ্ট বার্তা দিলেন তিনি।’
ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা গাজা উপত্যকা দখল করবে এবং এটি নিয়ে কাজ করব আমরা। আমরা গাজার মালিক হব এবং উপত্যকাটিতে থাকা সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র ভেঙে ফেলা হবে, এলাকা সমতল করা হবে এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো অপসারণ করব।’


আরো সংবাদ



premium cement