বিশ্বব্যাপী ইউএসএইডের কর্মীদের ছুটি দিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ
- সিএনএন
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) কর্মীদের শুক্রবার থেকে প্রশাসনিক ছুটি দিয়ে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার এ নির্দেশনা জারি করেছে। ইউএসএআইডির ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে ইউএসএআইডির সরাসরি নিয়োগকৃত সব কর্মী বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে যাবে। শুধু মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে, মূল নেতৃত্বে এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচিগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা এর বাইরে থাকবেন।”
ইউএসএআইডির ওয়েবসাইট গত সপ্তাহে বন্ধ থাকার পর এদিন আবার অনলাইনে ফিরে আসে। বিবৃতিতে আরো বলা হয়, “যুক্তরাষ্ট্রের বাইরে দায়িত্বরত ব্যক্তিদের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এর অধীনে সংস্থাটি ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেরার আয়োজন ও ভ্রমণের জন্য অর্থ দেবে। এরপর অত্যাবশ্যকীয় বলে নির্ধারিত না হওয়া কর্মীদের চুক্তি শেষ করবে।”
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা