০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ট্রাম্পের হুমকিতে আমদানি শুল্ক কমাচ্ছে ভারত

-

নয়াদিল্লি ইঙ্গিত দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগ দূর করতে পদক্ষেপ নিচ্ছে। ট্রাম্প উচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে ভারতের নাম উল্লেখ করেছেন। ভারত সরকার বিভিন্ন আমদানি পণ্যের ওপর শুল্ক কমাবে যা ভারতে আমেরিকার পণ্য আমদানি বাড়াতে সহায়তা করতে পারে। এর মধ্যে রয়েছে উচ্চ মূল্যের মোটরসাইকেল এবং গাড়ি যা হার্লে ডেভিডসনের মতো আমেরিকান সংস্থাগুলোকে উপকৃত করতে পারে।
গত সপ্তাহে রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে দেয়া এক ভাষণে ট্রাম্প ভারত, চীন ও ব্রাজিলকে ‘বিশেষ শুল্ক আরোপকারী’ বলে অভিহিত করেন। তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে ক্ষতি করে এমন দেশগুলোর ওপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি ভারতকে ‘শুল্কের খুব বড় অপব্যবহারকারী’ বলেও অভিহিত করেছিলেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, গত সোমবার ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতের ‘ন্যায্য দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের’ দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হওয়ায় শুল্কের হুমকি নয়াদিল্লির জন্য একটি বিশাল উদ্বেগের বিষয়। ২০২৩ সালের দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১২০ বিলিয়ন ডলার, এর মধ্যে উদ্বৃত্ত ভারতের অনুকূলে রয়েছে ৩০ বিলিয়ন ডলার।
প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে শীর্ষ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, ধারণা করা হচ্ছে, তার মধ্যে বাণিজ্য হবে অন্যতম। আশা করা হচ্ছে, তারা এ মাসে বৈঠকে বসবেন। শনিবার ভারতের বার্ষিক বাজেট উপস্থাপনের সময় শুল্ক কমানোর ঘোষণার পর অর্থসচিব তুহিন কান্ত পান্ডে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা সংরক্ষণবাদী হতে চাই, এমন সঙ্কেত আমরা কাউকে দিতে চাই না।’ তবে বিশ্লেষকরা বলছেন, ‘ভারতের শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ প্রশমিত করার সম্ভাবনা কম। কারণ তারা চায়, নয়াদিল্লি কৃষি পণ্য, ইস্পাত এবং তেলের মতো বিভিন্ন পণ্যের জন্য তার বাজার উন্মুক্ত করুক।


আরো সংবাদ



premium cement
শ্রীনগরে বাসচাপায় পথচারী নিহত বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ভিসি ড. জাহাঙ্গীর বান্দরবানে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উত্থানের ধারা অব্যাহত পুঁজিবাজারে পিরোজপুরে অটোরিকশাচাপায় স্কুলশিক্ষার্থী নিহত শেখ মুজিবের পরিবার আগাগোড়া স্বৈরতন্ত্রের অনুসরণ করেছে : দুদু চীনে কারাবন্দী লেখকের স্বাস্থ্য নিয়ে অস্ট্রেলিয়ায় উদ্বেগ প্রকাশ বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুরে জুলাই স্মারকের মোড়ক উন্মোচন গণহত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ গাজা নিয়ে কথা বলায় চাকরিচ্যুত সাংবাদিকের পাশে উসমান খাজা

সকল