আবারো আদালতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
- এএফপি
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সামরিক আইন ঘোষণার কারণে গ্রেফতার ও দায়িত্ব থেকে বরখাস্ত হওয়া দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়ুল, মঙ্গলবার আবারো আদালতে হাজির হয়েছেন। তাকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করা হবে কি না, তা শুনানিতে নির্ধারণ করা হবে।
সাবেক প্রসিকিউটর ইউন ৩ ডিসেম্বর বেসামরিক শাসন স্থগিত করে সামরিক আইন ঘোষণা করেন এবং সংসদে সৈন্য প্রেরণ করে গণতান্ত্রিক দক্ষিণ কোরিয়াকে রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত করেন। বিরোধী আইন প্রণেতাদের বিরোধিতায় তার সামরিক আইন জারির প্রচেষ্টা মাত্র ছয় ঘণ্টা স্থায়ী হয় এবং পরে এই পদক্ষেপের জন্য তাকে অভিশংসিত করা হয়।
একটি পৃথক ফৌজদারি তদন্তের অংশ হিসেবে, ইউনকে জানুয়ারির মাঝামাঝি সময়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয়। তিনিই দক্ষিণ কোরিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান, যিনি গ্রেফতার হন। তাকে আটক রাখা হলেও সাংবিধানিক আদালতে তিনি অভিশংসনের শুনানিতে অংশ নিচ্ছেন। এই শুনানি তার অভিশংসন বহাল রাখা হবে কিনা তা নির্ধারণ করবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা