প্রথম বিদেশ সফরে সৌদি আরবে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
- রয়টার্স
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সিরিয়ার নতুন নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারা প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন। সফরে তার সঙ্গী হয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শায়বানি। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, সফরকালে আল শারা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করবেন। সামাজিকমাধ্যম এক্স-এ সিরিয়ার প্রেসিডেন্ট দফতরের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, আল শারা ও তার পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পথে আছেন।
সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল-আসাদকে উচ্ছেদ করার প্রায় দুই মাস পর আল শারাকে দেশটির অন্তর্বর্তী পর্যায়ের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়। ক্ষমতা থেকে বাশার আল আসাদকে উৎখাতে চালানো অভিযানে অংশ নেয়া সামরিক কমান্ডারদের বুধবারের এক সম্মেলনে এ সিদ্ধান্ত হয়। ওই অভিযানে নেতৃত্ব দেয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সংগঠনের প্রধান নেতা আল-শারা।
সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে নুসরা ফ্রন্ট দেশটিতে আল কায়েদার শাখা ছিল। নুসরা ফ্রন্ট ২০১৬ সালে আল কায়েদার সাথে সম্পর্কচ্ছেদ করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামে পরিচিত হয়ে ওঠে। জানুয়ারিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন। ফয়সাল জানিয়েছেন, সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরোপ করে রাখা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সহায়তা করতে সৌদি আরব আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা