ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ভূগর্ভের ঘাঁটি উন্মোচন
পশ্চিমাদের উদ্বেগ- এএফপি ও টাইমস অব ইসরাইল
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এবার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। যার সর্বোচ্চ পাল্লা এক হাজার ৭০০ কিলোমিটার বলে জানানো হয়েছে। রোববার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক খবরে বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ‘এতেমাদ’। যার অর্থ ‘আস্থা’ এবং এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
এ দিকে পশ্চিমা দেশগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘিœত করার অভিযোগ করে আসছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করছেন, এতেমাদ ক্ষেপণাস্ত্র ইসরাইল পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। ইরান গত বছরেই গাজা যুদ্ধের সময় ইসরাইলে দু’বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ইরানের এই প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এটা নিশ্চিত করবে যে, কোনো দেশ ইরানের ভূখণ্ডে আক্রমণের সাহস করবে না। নতুন এই ক্ষেপণাস্ত্রের উন্মোচন দেশটির ‘জাতীয় মহাকাশ দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে করা হলো। এটি ইরানের বিপ্লবের ৪৬তম বার্ষিকীর কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো।
ভূগর্ভের মিসাইল ঘাঁটি : এ দিকে ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভের ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই গোপন স্থাপনার উদ্বোধন সম্প্রচার করা হয়। ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, এই ভূগর্ভের মিসাইল স্টেশন শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও পরিচালনার সক্ষমতা রাখে, যা শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ধ্বংস করতে সক্ষম।
ক্ষেপণাস্ত্রগুলো শত শত মিটার গভীরে সংরক্ষিত থাকায় সহজে শনাক্ত করা সম্ভব নয় এবং স্বল্প সময়ের মধ্যে সেগুলো মোতায়েন করা যেতে পারে। এ ছাড়া এই মিসাইল সিস্টেম দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এবং সমুদ্র থেকে দূরবর্তী টার্গেটেও হামলা চালাতে পারবে। আইআরজিসি প্রধান জেনারেল হোসেইন সালামি এবং নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি নতুন এ স্থাপনা পরিদর্শন করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে এর সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা