সুইডেনে প্রকাশ্যে কুরআন পোড়ানো যুবক গুলিতে নিহত
- ওয়াশিংটন পোস্ট
- ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
সুইডেনে প্রকাশ্যে কুরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি করা সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছেন। সালওয়ান মোমিকা মূলত ইরাকি নাগরিক। তিনি সুইডেনে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। ২০২৩ সালে পবিত্র ঈদুল আজহার দিন একটি মসজিদের সামনে কুরআন পোড়ান তিনি।
পবিত্র কুরআন অবমাননার দায়ে গতকাল বৃহস্পতিবার মোমিকার বিরুদ্ধে আদালতের রায় দেয়ার কথা ছিল। তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই গুলিতে নিহত হয়েছেন তিনি। ২০২৩ সালে সুইডেন এবং ডেনমার্কে কুরআন পোড়ায় কিছু দুষ্কৃতকারী। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এ ছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। তা সত্ত্বেও মোমিকা ও তার কিছু সহযোগী কুরআন পোড়ানো অব্যাহত রাখে।