বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের কথা ভাববেন ট্রাম্প
- রয়টার্স
- ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার আদেশ দেওয়ার কয়েকদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৈশ্বিক এই সংস্থায় ফের যোগদানের বিষয়টি তিনি ভেবে দেখতে পারেন। শনিবার লাস ভেগাসে এক সমাবেশে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য নিয়ে কাজ করা বৈশ্বিক এ সংস্থাটি কোভিড-১৯ মহামারী ও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সঙ্কট ঠিকঠাক মোকাবেলা করতে পারেনি দাবি করে ট্রাম্প ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্রকে জাতিসঙ্ঘের এই বিশেষায়িত সংস্থা থেকে বের করে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
“হয়তো আমরা ফের সেখানে যোগ দেয়ার কথা বিবেচনা করতে পারি। আমি জানি না, হয়তো। তবে তার আগে তাদের অনেক কিছুই ঠিক করা লাগবে,” সমাবেশে এমনটাই বলেন মার্কিন প্রেসিডেন্ট। সব ঠিক থাকলে আগামী বছরের ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে। দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার দিন সোমবারই ট্রাম্প এ পদক্ষেপ নেন। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় আর্থিক পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র; সংস্থাটির মোট প্রাপ্ত অর্থের ১৮ শতাংশের মতো এসেছে দেশটি থেকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা