প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যেতে পারেন ট্রাম্প
- রয়টার্স
- ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
হোয়াইট হাউজের মসনদে বসার পর প্রথম আন্তর্জাতিক সফরে ব্রিটেন যাওয়ার একটা অলিখিত প্রথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে। তবে কোনো প্রথার থোড়াই কেয়ার করা ডোনাল্ড ট্রাম্প প্রথম সফরে যেতে পারেন সৌদি আরব। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।
প্রেসিডেনশিয়াল উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন, সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা ব্রিটেন দিয়ে রাষ্ট্রীয় সফর শুরু করলেও তিনি শুরুতে সৌদি আরবেও যেতে পারেন। তিনি বলেছেন, আগের বার যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলার মূল্যের পণ্য ক্রয়ে সম্মত হওয়ায় সৌদি আরব সফর করেছিলেন তিনি। এবারো সেরকম সুযোগ আসলে, তিনি আবারো সেটাই করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা