উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
- রয়টার্স
- ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার এ পরীক্ষা হয়েছে বলে গতকাল রোববার দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম কেসিএনএ। কেসিএনএ-এর ওই খবরে দাবি করা হয়েছে, দেশটির নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে ওই পরীক্ষার তদারকিতে ছিলেন। মিসাইলটিকে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থার অংশ হিসেবে উল্লেখ করেছে তারা।
ওই খবরে দাবি করা হয়, পানির নিচ থেকে ভূমিতে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এ মিসাইলটি। পরীক্ষার সময় এটি প্রায় ৭৫০৭ থেকে ৭৫১১ সেকেন্ড উড্ডয়ন সম্পন্ন করে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এদিকে, গতকাল রোববার প্রকাশিত পৃথক এক খবর থেকে জানা গেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অঙ্গীকার করেছে যে, ওয়াশিংটন যতদিন পর্যন্ত পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্বে বাগড়া দেবে ততদিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিতে পিছপা হবে না উত্তর কোরিয়া।
কেসিএনএ-তে প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া পরিচালনা দায়ী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা