২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

গাজায় ইসরাইলি আগ্রাসনে বাবা ও মা হারিয়েছে ৩৮ হাজার শিশু

বিধবা হয়েছেন ১৩,৯০১ জন নারী
গাজার ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এক ফিলিস্তিনি শিশু : ইন্টারনেট -

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনে গাজায় ৩৮ হাজারের বেশি শিশু অনাথ, তারা এখন একা। তাদের চোখে, মনে প্রতিটি দিন যেন এক নতুন বিভীষিকা। একেকটি শিশু, যারা কিছু দিন আগ পর্যন্ত মা-বাবার আদর-ভালোবাসায় বেড়ে উঠছিল, আজ তাদের মুখে শুধু শূন্যতা, দুঃখ এবং ভয়। এ ছাড়া যুদ্ধের ফলে কমপক্ষে ১৩ হাজার ৯০১ জন নারী বিধবা হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জাহের আল-ওয়াহিদি।
আল-ওয়াহিদি বলেন, প্রায় ৩২ হাজার ১৫১টি শিশু তাদের বাবা হারিয়েছে, ৪ হাজার ৪১৭টি শিশু মা হারিয়েছে, আর ১৯১৮টি শিশু বাবা-মা দু’জনকেই হারিয়েছে। তারা এখন তীব্র শূন্যতা আর একাকিত্বের মধ্যে জীবন কাটাচ্ছে। গাজার শিক্ষাব্যবস্থা আগে ফিলিস্তিনিদের আশা এবং উন্নতির প্রতীক এক আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হলেও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
জাতিসঙ্ঘের রিলিফ এজেন্সি ইউএনআরডব্লিউএ জানাচ্ছে, প্রায় ৬ লাখ ৬০ হাজার শিশু এখন স্কুলে যেতে পারছে না, আর ১৪ হাজার ৫০০ শিশুর জীবনযুদ্ধ চিরতরে থেমে গেছে। ভবিষ্যতের সঞ্চয়, আশার আলো সব কিছুই এখন অস্পষ্ট হয়ে পড়েছে। গাজার শিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে আরো উঠে এসেছে, প্রায় ১৫ হাজার শিশুর মৃত্যু অথবা নিখোঁজ হয়ে যাওয়ার তথ্য। এই বিষয়টি শিশুদের পরিবারগুলোর জন্য এক চরম কষ্টের বাস্তবতা।
গাজার ৯৫ শতাংশ স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এর ফলে প্রায় ৮৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। একে একে ধ্বংস হয়েছে ১৪০টি একাডেমিক ও প্রশাসনিক ভবন। শিক্ষাব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। তবে সবচেয়ে বড় ক্ষতিটা হলো মানসিক। গাজার শিশুদের মধ্যে এক ভয়ঙ্কর মানসিক সঙ্কট তৈরি হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, গাজার প্রায় ১১ লাখ শিশু এখন দুঃস্বপ্ন, ভয় এবং আতঙ্কের মধ্যে বেঁচে রয়েছে।
তাদের মনে পাথরের মতো চাপ, প্রতি মুহূর্তে মনে হয় তাদের মৃত্যু আসছে। প্রায় ৯৬ শতাংশ শিশু মনে করে, তাদের মৃত্যু অনিবার্য। এর মধ্যে অনেক শিশু মৃত্যু কামনা করছে, যেন এই দুঃস্বপ্নের জীবনের থেকে মুক্তি পায়। এই অবস্থা শুধু গাজার যুদ্ধের ফলস্বরূপ নয়, এটি একটি নতুন প্রজন্মের জন্য এক দীর্ঘমেয়াদি মানসিক আঘাতের সূচনা। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই শিশুদের যন্ত্রণা আগামী প্রজন্ম পর্যন্ত অনুভূত হবে। যুদ্ধের ক্ষতি শুধু শারীরিক নয়, এটি শিশুদের মনের গভীর কোণে এমন দাগ রেখে যাচ্ছে, যা কখনো মুছে ফেলা সম্ভব নয়। মানবাধিকার কর্মীরা বলছেন, গাজার এই অবস্থা মানবিকতার প্রতি এক কঠিন প্রশ্ন তুলে ধরে। মানবতা কি এখনো জীবিত? যদি হয়, তবে আমাদের কি কোনো দায়িত্ব নেই এই শিশুদের প্রতি? আমাদের অবিলম্বে এগিয়ে আসতে হবে তাদের ক্ষতিপূরণের জন্য, তাদের চোখে একটি নতুন আশা এবং ভবিষ্যতের আলোর রেখা তৈরি করার জন্য। পৃথিবী আর একদিনও যেন এমন অন্ধকারের দিকে না চলে যায়, যেখানে একেকটি শিশু শুধু ভয়, আতঙ্ক এবং একাকিত্বের মধ্যে ডুবে থাকে।


আরো সংবাদ



premium cement
মার্কিন সেনাবাহিনী থেকে ডিইআই বাতিলের আদেশ জারি ডোনাল্ড ট্রাম্পের উইকেটে তাসকিনের ২৫ সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাড়াল রাজশাহী নির্বাচনে জিতে লুকাশেঙ্কো বললেন, ‘পশ্চিমাদের পাত্তা দিই না' প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান

সকল