২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

সরকারের সাথে আলোচনা থেকে সরে গেল পিটিআই

সরকারের বিরুদ্ধে দাবি না মানার অভিযোগ পিটিআইয়ের
-

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের সাথে আলোচনা থেকে সরে এসেছে। এই পদক্ষেপ দেশটির রাজনৈতিক সঙ্কট আরো গভীর করেছে এবং নতুন করে রাজপথে সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি করেছে। ইমরান খানের নির্দেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গহর আলী খান গত বৃহস্পতিবার এ সিদ্ধান্তের ঘোষণা দেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেছেন, সরকার পিটিআইয়ের দাবিগুলো মেনে নিতে ব্যর্থ হওয়ায় আলোচনা বন্ধ করা হয়েছে।
গহর খান বলেন, দুই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি ছিল আমাদের প্রধান শর্ত। কিন্তু সরকার তা নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অন্য দিকে সরকার বলছে, আলোচনার সময় সীমাবদ্ধতার মধ্যেই তারা জোট সঙ্গীদের সাথে পরামর্শ করছিল। সরকারের প্রতিনিধি ইরফান সিদ্দিকী পিটিআইয়ের সিদ্ধান্তকে আকস্মিক ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন।
২০২২ সালের এপ্রিলে আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পর থেকে পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বেড়েছে। এ পরিস্থিতি নিরসনে গত ডিসেম্বর থেকে পিটিআই এবং সরকারের মধ্যে আলোচনা শুরু হয়। আলোচনার প্রথম তিন দফায় পিটিআই দু’টি বিচার বিভাগীয় কমিশন গঠন এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি তোলে। কিন্তু আলোচনার অগ্রগতি না হওয়ায় পিটিআই বৃহস্পতিবার আলোচনা থেকে সরে দাঁড়াল।
পিটিআই নেতা জুলফি বুখারি বলেন, সরকার আলোচনাকে কাজে লাগিয়ে সময় নষ্ট করছে। আমাদের প্রধান শর্ত ছিল কমিশন গঠন। সেটি না হলে আলোচনার কোনো অর্থ নেই। পিটিআই জানিয়েছে, তারা আবারও রাজপথে আন্দোলনের পরিকল্পনা করছে। জুলফি বুখারি বলেন, ইমরান খানের জন্য আমাদের সমর্থকরা যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত। সরকারের মুখপাত্র আকিল মালিক বলেছেন, আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। সহিংসতা ঘটলে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।
রাজনৈতিক বিশ্লেষক আসমা শিরাজি এবং তালাত হুসাইন মনে করেন, আলোচনার মধ্য দিয়ে পিটিআই সরকারের ওপর চাপ বাড়াতে পারত। শিরাজি বলেন, তারা ধৈর্য ধরে সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষা করলে আরো সুবিধাজনক অবস্থানে থাকতে পারত। এ দিকে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তুতির মধ্যে পিটিআইয়ের সম্ভাব্য আন্দোলন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পিটিআই তাদের আন্দোলনের তীব্রতা বজায় রাখতে পারলে সরকার আরো চাপের মুখে পড়বে।


আরো সংবাদ



premium cement
মার্কিন সেনাবাহিনী থেকে ডিইআই বাতিলের আদেশ জারি ডোনাল্ড ট্রাম্পের উইকেটে তাসকিনের ২৫ সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাড়াল রাজশাহী নির্বাচনে জিতে লুকাশেঙ্কো বললেন, ‘পশ্চিমাদের পাত্তা দিই না' প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান

সকল