বিতাড়িত অভিবাসীবাহী বিমানকে অবতরণে অস্বীকৃতি মেক্সিকোর
- রয়টার্স
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে আসা একটি মার্কিন সামরিক বিমানকে মেক্সিকো অবতরণের অনুমতি দেয়নি বলে জানিয়েছেন উত্তর আমেরিকার প্রতিবেশী এ দুই দেশের দুই কর্মকর্তা। রয়টার্সকে তারা জানান, গত শুক্রবার মার্কিন সামরিক বিমান দু’টি ফ্লাইটে প্রায় দেড় শ’ অবৈধ অভিবাসীকে গুয়াতেমালায় নামিয়ে আসে; কিন্তু অবতরণের অনুমতি না মেলায় সি-১৭ পরিবহন বিমান মেক্সিকোতে নামানোর পরিকল্পনা কার্যকর করা যায়নি।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দুই কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে অবতরণের অনুমতি না দেয়ার এ খবর প্রথম দেয় এনবিসি নিউজ। শুক্রবার পরের দিকে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সাথে তাদের ‘খুবই চমৎকার সম্পর্ক’ বিদ্যমান এবং অভিবাসনের মতো বিষয়গুলোতে তারা একে অপরকে সহায়তা করে যাচ্ছে। “যখন প্রত্যাবাসনের বিষয় আসে, আমরা সবসময় আমাদের ভূখণ্ডে আগত মেক্সিকানদের দুই হাতে গ্রহণ করব,” বিবৃতিতে এমনটাই বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন বিমানকে অবতরণের অনুমতি না দেয়ার কারণ কী রয়টার্সকে তা জানাননি নাম প্রকাশে অনিচ্ছুক মেক্সিকান কর্মকর্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতেও ঘটনাটির উল্লেখ ছিল না। কয়েকদিন আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, তারা ‘রিমেইন ইন মেক্সিকো’ নামে পরিচিত অবৈধ অভিবাসীদের মেক্সিকোতে রাখার কর্মসূচিটি ফের চালু করতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের মধ্যে মেক্সিকোর নাগরিক নন এমন ব্যক্তিদেরও আশ্রয়ের আবেদন নিষ্পত্তি আসার আগ পর্যন্ত মেক্সিকোতে অপেক্ষায় থাকতে হতো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা