গালফ অব মেক্সিকো এখন গালফ অব আমেরিকা
- রয়টার্স
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
গালফ অব মেক্সিকোর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে বলে দাবি করছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আলাস্কার সর্বোচ্চ পর্বত ডেনালির নাম পরিবর্তন করে মাউন্ট ক্যাককিনলি রাখা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এসব দাবি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের আদেশ অনুসারে, গালফ অব মেক্সিকো এখন থেকে আনুষ্ঠানিকভাবে গালফ অব আমেরিকা নামে পরিচিত হবে। আর উত্তর আমেরিকার সর্বোচ্চ চূড়ার নাম হবে মাউন্ট ম্যাককিনলি।
সোমবার দায়িত্ব গ্রহণ করেই নির্বাহী আদেশ জারির ঝড় তোলেন ট্রাম্প। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নাম পরিবর্তনের আদেশ দিয়ে প্রায় কোনো কালক্ষেপণ করেননি তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির সম্মানে আলাস্কার সর্বোচ্চ পর্বত আগে মাউন্ট ম্যাককিনলি নামেই পরিচিত ছিল। তবে অঙ্গরাজ্যটির অনুরোধক্রমে ১৯৭৫ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ডেনালি। আদিবাসী কোইয়ুকোন ভাষায় এর অর্থ ‘দীর্ঘ’।
মন্ত্রণালয় আরো বলেছে, এসব পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অসাধারণ ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলো। দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন মার্কিনদের বীরত্বগাঁথা ও ঐতিহ্যে অবগাহন করতে পারে, আমরা তা নিশ্চিত করছি। সোমবার নিজের অভিষেক বক্তব্যে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট ম্যাককিনলি ছিলেন একজন সহজাত ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। শুল্ক আরোপ ও বুদ্ধিমত্তা ব্যবহার করে তিনি যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করে তোলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা