আগামী দশকেই ট্রিলিয়নেয়ার হবেন অন্তত ৫ জন : অক্সফাম
- রয়টার্স
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদ বেড়ে যাওয়ার হার এখন অনুমানের চেয়েও দ্রুত বাড়ছে। ফলে, শিগগিরই পাঁচজন ট্রিলিয়নেয়ার পাবে বিশ্ব। সাম্প্রতিক এক পূর্বাভাসে এমনটাই উঠে এসেছে । ব্রিটিশ উন্নয়ন সংস্থা অক্সফামের সর্বশেষ বৈষম্য রিপোর্ট অনুসারে, আগামী দশকের মধ্যে কম করে হলেও পাঁচজন ব্যক্তি ট্রিলিয়নেয়ার হবেন, যা ছাড়িয়ে যাবে গত বছরের অনুমানকেও। গত বছরের অনুমান ছিল, আগামী দশকের মধ্যে প্রথম অর্থাৎ একজন ট্রিলিয়নেয়ার পাবে বিশ্ব।
রিপোর্টে বলা হয়, “সম্পদের এই ক্রমাগত বেড়ে যাওয়ার বিষয়টি ক্ষমতার একচেটিয়া কেন্দ্রীকরণের মাধ্যমে সম্ভব হয়েছে, যেখানে শিল্প ও জনমতের উপর ধারাবাহিকভাবে প্রভাব ফেলেছেন বিলিয়নেয়াররা।” মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, যার মোট সম্পদের পরিমাণ ৪৪ হাজার ৯০০ কোটি ডলার।
তালিকায় এরপরেই রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ও এলভিএইচএম-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নো। অক্সফামের প্রতিবেদনে আরো উল্লেখ রয়েছে, কেবল ২০২৪ সালেই বিলিয়নেয়ারদের মোট সম্পদ বেড়েছে দুই ট্রিলিয়ন ডলার। আর এই বৃদ্ধির পরিমাণ প্রতিদিন প্রায় ৫৭০ কোটি ডলারের সমান, যা আগের বছরের তুলনায় তিন গুণ বেশি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা