২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

-

রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। শতাধিক ড্রোন দিয়ে মস্কোর ওই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। দুই দেশের মধ্যে চলমান সঙ্ঘাতে একদিনে অন্যতম বড় ধরনের হামলার ঘটনা এটি। বিবিসি একটি ভিডিও ফুটেজ যাচাই করে দেখেছে। এতে দেখা গেছে যে, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলের রিফাইনারি এবং পাম্পিং স্টেশনের ওপর থেকে আগুনের গোলা উপর দিকে উঠছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হামলা চালানো হয়েছে।
এ দিকে রাশিয়া বলছে, ১২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রিয়াজান ও মস্কোসহ ১৩টি অঞ্চলে এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। অপর দিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছে।
ইউক্রেনের অপপ্রচার প্রতিরোধ কেন্দ্রের প্রধান অ্যান্ড্রি কোভালেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, রিয়াজানে একটি তেল শোধনাগার এবং ব্রায়ানস্কের ক্রেমনি ফ্যাক্টরিতে হামলা চালানো হয়েছে। কিয়েভ বলছে, সেখানে ক্ষেপণাস্ত্রের উপাদান এবং অন্যান্য অস্ত্র তৈরি করা হয়। টেলিগ্রামে রিয়াজানের তেল শোধনাগারের আগুনের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন বেশ কয়েকজন ব্লগার।


আরো সংবাদ



premium cement