ফিলিস্তিন রাষ্ট্র অস্বীকার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি : আরব লিগ
- আরব নিউজ
- ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
আরব লিগের মহাসচিব আহমদ আবুল গায়ছ সতর্ক করে বলেছেন, আরব অঞ্চল বর্তমানে একটি অত্যন্ত সঙ্কটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি, যা বিশ্বব্যাপী শক্তির প্রতিযোগিতা দ্বারা আরো জটিল হয়ে উঠেছে এবং এর ফলে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ আরব বিশ্বের উদ্বেগগুলো যথাযথভাবে সমাধান করতে পারছে না। বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন আবুল গায়ছ।
বৈঠকটি সভাপতিত্ব করছেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমদ আতাফ, যিনি এ মাসে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সভাপতির দায়িত্ব পালন করছেন। আলজেরিয়া বৈঠকটি আয়োজন করেছে, যেখানে আরব বিশ্বে সঙ্কটের সমাধান, শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমানে কয়েকটি গুরুতর আরব সঙ্কট আন্তর্জাতিক কূটনীতির মূল আলোচনায় রয়েছে, বিশেষ করে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ এবং সিরিয়া, লিবিয়া, সুদান, সোমালিয়া ও ইয়েমেনের অস্থিতিশীলতা। বেশ কিছু সঙ্কট দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের আলোচনায় রয়েছে।
আবুল গায়ছ বলেন, ‘আমাদের উদ্বেগ এক ও অভিন্ন’ এবং তিনি জাতিসঙ্ঘ ও আরব লিগের মধ্যে ঐতিহাসিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন, বিশেষ করে বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতা, যা বিশ্ব রাজনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এসব বৈশ্বিক উত্তেজনা নিরাপত্তা পরিষদের আরব বিষয়গুলোর ওপর কার্যকরী মনোযোগ দিতে ব্যাহত করছে, বিশেষত দীর্ঘকালীন ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতের মতো গুরুতর বিষয়। ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে তিনি শুধু একটি আঞ্চলিক সমস্যা হিসেবে নয়, বরং একটি বৃহত্তর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি হিসেবে তুলে ধরেন।
তিনি বলেন, ‘ফিলিস্তিনীদের অধিকার অস্বীকার করা শুধু অঞ্চলের স্থিতিশীলতার জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি।’ তিনি ইসরাইল ও হামাসের মধ্যে এক বছরেরও বেশি ধরে চলমান সহিংসতা-পরবর্তী যুদ্ধবিরতির প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, তবে এটি শুধু একটি সাময়িক সমাধান এবং স্থায়ী শান্তি শুধু একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব হবে, যা ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী এবং পূর্ব জেরুসালেমকে তার রাজধানী হিসেবে গ্রহণ করবে।
আবুল গায়ছ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানান, যাতে তারা দুই-রাষ্ট্র সমাধান সমর্থন করে, যা বেশ কয়েকটি নিরাপত্তা পরিষদ সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরো বলেন, আমরা সম্প্রতি লক্ষ করেছি, একটি যুদ্ধ যা শুধু গাজা বা ফিলিস্তিনের সীমান্তে সীমাবদ্ধ ছিল না, তা এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে, এবং তার প্রভাব পৌঁছেছে বহুদূর। তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আরো একটি আহ্বান জানান, যাতে তারা গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সল্যুশন প্রক্রিয়ায় আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করে। গত সেপ্টেম্বর মাসে সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে এই উদ্যোগটি চালু করেছিল, যার লক্ষ্য ছিল দ্রুত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা