কেনেডি, মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের নথি প্রকাশে পরিকল্পনার নির্দেশ ট্রাম্পের
- রয়টার্স
- ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ইতিহাসের সবচেয়ে আলোচিত তিন হত্যাকাণ্ড নিয়ে থাকা গোপন নথিপত্র প্রকাশ্যে আনার পরিকল্পনা হাজির করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার ভাই সাবেক সেনেটর রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং এর পরিবারের সদস্যসহ অনেকেই এ তিন হত্যাকাণ্ড সংশ্লিষ্ট সব তথ্য প্রকাশে দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন।
‘দীর্ঘ দিন ধরে, দশকের পর দশক, বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে অসংখ্য মানুষ। সবই প্রকাশিত হবে,’ বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের এমনটাই বলেছেন। তিনি জাতীয় গোয়েন্দা পরিচালক ও অ্যাটর্নি জেনারেলকে ১৫ দিনের মধ্যে জন এফ কেনেডি হত্যাকাণ্ডের নথি প্রকাশের পরিকল্পনা হাজির করার নির্দেশ দিয়েছেন।
রবার্ট এফ কেনেডি ও মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের নথি প্রকাশের পরিকল্পনা দিতে সময় বেঁধে দেয়া হয়েছে ৪৫ দিন। ১৯৬৩ সালে হত্যাকাণ্ডের শিকার হন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তার পাঁচ বছরের মাথায় ক্যালিফোর্নিয়ায় একই ভাগ্য বরণ করতে হয় ভাই রবার্ট এফ কেনেডিকেও। রবার্ট সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে লড়ছিলেন। রবার্টের দুই মাস আগে টেনেসির মেম্ফিসে হত্যার শিকার হন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের সবচেয়ে সুপরিচিত নেতা মার্টিন লুথার কিং। এ তিন হত্যাকাণ্ড বিশেষ করে জন এফ কেনেডি হত্যাকাণ্ডের তদন্তসংক্রান্ত কিছু নথি সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশ করা হলেও সেগুলোর বেশির ভাগই এসেছে সম্পাদিত আকারে, গুরুত্বপূর্ণ অংশ মুছে বা বাদ দিয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা