রাশিয়ার সাথে সিরিয়ার নৌঘাঁটি চুক্তি বাতিল
- মস্কো টাইমস
- ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
রাশিয়ার সাথে নৌঘাঁটি চুক্তি বাতিল করেছে সিরিয়ার নতুন সরকার। স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। সিরিয়ার পতিত সরকার বাশার আল আসাদের আমলে রাশিয়ার সাথে একটি দীর্ঘমেয়াদি চুক্তি সই করা হয়েছিল। ওই চুক্তিতে রাশিয়াকে ভূমধ্যসাগরে ৪৯ বছর নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখার অনুমোদন দেয়া হয়েছিল। পতিত সরকারের ওই চুক্তি বাতিল করেছে ক্ষমতাসীন সরকার। দেশটির স্থানীয় গণমাধ্যমে গত মঙ্গলবার এই খবর প্রকাশ করা হয়েছিল।
সূত্রটি জানিয়েছে, রাশিয়ার সাথে সিরিয়ার বাশার সরকার ২০১৭ সালে ওই চুক্তি স্বাক্ষর করে। সে হিসেবে দেশটির তারতুস নৌবন্দরকে ৪৯ বছরের জন্য রাশিয়ার নৌবাহিনী ব্যবহারের অনুমতি পায়। তবে গত মাসে ইসলামপন্থীদের ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণের পর চুক্তিটির ভবিষ্যত অনিরাপদ হয়ে পড়ে। তারতুসের বর্তমান ক্ষমতাসীন কর্তৃপক্ষ সম্প্রতি ওই চুক্তি বাতিল করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা