ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি তালেবানের প্রত্যাখ্যান
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া সামরিক সরঞ্জাম ফেরত দেয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেছেন, কাবুল এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্ক নড়বড়ে শুরু হয়েছে। এ খবর দিয়েছে সামা টিভি।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় বিশাল পরিমাণ সামরিক অস্ত্র ও যানবাহন আফগানিস্তানে রেখে যায় যুক্তরাষ্ট্র। তালেবান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই অস্ত্র ফেরত দেয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। সূত্রটি বলছে, তালেবান ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্কের শুরুতেই অস্থিরতা তৈরি হয়েছে। ওয়াশিংটন আশা করছিল, কাবুল মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেবে, তবে তালেবান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা এসব অস্ত্র নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহার করবে।
একই সাথে, ওই সূত্র যুক্তরাষ্ট্রের প্রতি একটি প্রস্তাব দিয়েছে। বলা হয়েছে, ফেলে যাওয়া অস্ত্র পুনরুদ্ধারের পরিবর্তে তালেবানকে আরো উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করা উচিত। এর মাধ্যমে তারা ইসলামিক স্টেট খোরাসানের (আইএসআইএসকে) বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা