২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

যুদ্ধ বন্ধের চাপের মধ্যেই রুশ অর্থনীতি নিয়ে উদ্বেগে পুতিন

যুদ্ধ বন্ধের চাপের মধ্যেই রুশ অর্থনীতি নিয়ে উদ্বেগে পুতিন -

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির সঙ্কট নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছেন, তা-ও এমন এক সময়ে যখন সদ্য শপথ নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ বন্ধে মস্কোর ওপর চাপ বাড়াচ্ছেন। পরিস্থিতি সম্বন্ধে অবগত পাঁচটি সূত্র এমনটাই জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর পশ্চিমারা মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে গেলেও তেল, গ্যাস ও খনিজ রফতানিনির্ভর রুশ অর্থনীতি সেসব টপকেই দোর্দণ্ড প্রতাপে এগিয়ে যাচ্ছিল।
তবে সাম্প্রতিক মাসগুলোতে শ্রমিক ঘাটতি এবং রেকর্ড সামরিক ব্যয়ের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি চালু করা সুদের উচ্চ হারের দরুন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি কিছুটা চাপে পড়েছে। এই পরিস্থিতিতে দেশটির অভিজাতদের একটি অংশের কাছে সঙ্ঘাত নিরসনে আলোচনাই আকাক্সিক্ষত হয়ে উঠছে, জানিয়েছে ক্রেমলিনের অভ্যন্তরে চলমান চিন্তাভাবনার সাথে পরিচিত দু’টি সূত্র।
গত সোমবার হোয়াইট হাউজে ফেরা ট্রাম্প তার নির্বাচনী প্রচারের শুরু থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে চলা সবচেয়ে বড় সঙ্ঘাত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। শপথ নেয়ার পর তিনি পুতিনকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, রুশ প্রেসিডেন্ট যদি আলোচনায় না বসেন তাহলে রাশিয়াকে নতুন শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। রাশিয়ার অর্থনীতি ‘বিশাল সমস্যার’ দিকে এগোচ্ছে বলেও সাবধান করেন তিনি।
এর প্রত্যুত্তরে মঙ্গলবার ক্রেমলিনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, আলোচনা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পায়নি রাশিয়া। ‘অর্থনীতি বিবেচনায় নিলে রাশিয়া অবশ্যই সঙ্ঘাতের কূটনৈতিক সমাধানে আগ্রহী,’ সামরিক ও প্রতিরক্ষা খাতে বিপুল ব্যয়ের কারণে অর্থনীতির ঝুঁকি যে ক্রমেই বাড়ছে সেদিকে ইঙ্গিত করে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি চেয়ারম্যান ওলেগ ভাইয়ুগিন।
যে পাঁচটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স অর্থনীতি নিয়ে ক্রেমলিনের ক্রমবর্ধমান উদ্বেগের কথা জানাচ্ছে, তার মধ্যে ভাইয়ুগিন নেই। রাশিয়ার সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় এ সূত্রগুলো তাদের নামপরিচয় গোপন রেখেই ব্রিটেনভিত্তিক বার্তা সংস্থাটির সাথে কথা বলেছে। ইউক্রেনের যে যে অঞ্চল মস্কো নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হলে এবং কিয়েভ যদি মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটে যোগ দেয়ার আকাক্সক্ষা ছাড়ে তাহলে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সাথে বসতে পুতিন আগ্রহী বলে রয়টার্স আগেই জানিয়েছিল।
অর্থনীতি ও ইউক্রেন নিয়ে আলোচনা প্রসঙ্গে পুতিনের এখনকার দৃষ্টিভঙ্গি কী, ক্রেমলিনের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেছেন, বিস্তৃত অংশীদারদের সম্পৃক্ত করে এই ‘নির্মম যুদ্ধের অবসানে’ সচেষ্ট ট্রাম্প। ট্রাম্প এর আগে ক্ষমতায় বসে এক দিনের মধ্যেই তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন বলে আওয়াজ দিয়েছিলেন, যদিও এখন তার প্রশাসনের কর্মকর্তারা এ প্রসঙ্গে খানিকটা ধীরে চলো নীতিতেই এগোচ্ছেন।
ট্রাম্পের অভিষেকের কয়েকদিন আগে সদ্যবিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল ও গ্যাসের আয়ের ওপর এখন পর্যন্ত সবচেয়ে বড় নিষেধাজ্ঞা দিয়ে গিয়েছিলেন। এ পদক্ষেপের সুবিধা নিয়ে ট্রাম্প রাশিয়াকে চাপে রাখতে পারবেন বলে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানও স্বীকার করে গিয়েছিলেন। পুতিন এর আগে বলেছিলেন, যতদিন দরকার ততদিনই যুদ্ধ চালিয়ে যেতে পারবে রাশিয়া; নিজেদের জাতীয় স্বার্থে তারা কখনোই অন্য কোনো পরাশক্তির কাছে মাথা নোয়াবে না বলেও বারবারই বলে আসছেন তিনি।
রাশিয়ার ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এই কিছুদিন আগ পর্যন্তও যুদ্ধের চাপ ভালোভাবে সামলাতে পেরেছে। এ জন্য পুতিন শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তা ও ব্যবসায়ীদের তুমুল প্রশংসাও করেছিলেন। ২০২২ সালে যুদ্ধ শুরুর বছর রাশিয়ার জিডিপি খানিকটা সঙ্কুচিত হলেও পরের দুই বছর তা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গিয়েছিল।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল