ইসরাইলকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছে গুগল
- ওয়াশিংটন পোস্টের রিপোর্ট
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল গাজায় ইসরাইলি আগ্রাসনে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহায়তা করেছে। বুধবার প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের শুরু হওয়ার প্রথম কয়েক সপ্তাহ থেকেই গুগলের কর্মীরা ইসরাইলি সামরিক বাহিনীকে তাদের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সুবিধা দিতে শুরু করে। উল্লেখযোগ্য বিষয় হলো, গুগল এমন এক সময়ে এই কাজটি করেছে যখন গুগল নিজেকে ইসরাইলের সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো থেকে দূরে রাখার চেষ্টা করছিল। এর আগে, ইসরাইল সরকারের সাথে ক্লাউড কম্পিউটিং চুক্তি নিয়ে নিজ কর্মীদের প্রতিবাদের মুখোমুখি হয়েছিল গুগল। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তাদের কাছে আসা নথিপত্র থেকে তারা জানতে পেরেছে যে, গুগল ক্লাউডের একজন কর্মী ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে গুগলের এআই প্রযুক্তির অ্যাকসেস দ্রুত দেয়ার অনুরোধে তৎপর হন।
ইসরাইল গুগলের মেশিন লার্নিং প্ল্যাটফর্ম ভার্টেক্সের সেবার ব্যবহার দ্রুত বাড়াতে চেয়েছিল। এই সেবাটি ব্যবহারকারীদের মেশিন লার্নি মডেলের ওপর প্রশিক্ষণ দেয় ও এআই ব্যবহারের সুযোগ দেয়। গুগলের পক্ষ থেকে দ্রুত সেবা না দেয়া হলে ইসরাইলি সামরিক বাহিনী প্রতিদ্বন্দ্বী ক্লাউড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান আমাজনের দিকে ঝুঁকতে পারে বলে উদ্বেগ ছিল। আমাজনও গুগলের মতোই ৪ বিলিয়ন ডলারের নিমবাস প্রকল্প চুক্তির আওতায় ইসরাইলের সাথে কাজ করছে।
এর আগে, ২০২৪ সালে গুগল ৫০ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে। এই কর্মীদের দাবি ছিল, নিমবাস চুক্তির মাধ্যমে সরবরাহ করা প্রযুক্তি ফিলিস্তিনিদের ক্ষতি করার জন্য ইসরাইলি সামরিক বাহিনী ব্যবহার করবে। এর আগে ২০২১ সালে, গুগল ও আমাজনের কর্মীরা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে নিমবাস প্রকল্প চুক্তির নিন্দা জানান। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের বিভিন্ন নথি অনুসারে, গুগলের কর্মীরা আইডিএফের জন্য অতিরিক্ত এআই অ্যাকসেস চেয়ে আবেদন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা