২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

লস অ্যাঞ্জেলেসের কাছে নতুন করে দাবানল

-

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের উত্তর দিকে নতুন একটি দাবালন শুরু হওয়ার পর জোরালো বাতাস ও শুষ্ক ঝোপাঝাড়ের কারণে ৯৪০০ একরেরও বেশি এলাকাজুড়ে (৩৮ বর্গকিলোমিটার) ছড়িয়ে পড়েছে। গত বুধবার আগুন ছড়িয়ে পড়ার পর ওই এলাকার ৩১ হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হিউজ আগুন নামাঙ্কিত দাবানলটি কয়েক ঘণ্টার মধ্যে লস অ্যাঞ্জেলেস শহরের ৮০ কিলোমিটার উত্তরে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মীরা মেট্রোপলিটন এলাকায় দু’টি বিশাল দাবানল অনেকটা নিয়ন্ত্রণে আনার পর ফের আরেকটি শুরু হলো। নতুন দাবানলটি কয়েক ঘণ্টার মধ্যেই লস অ্যাঞ্জেলেসের দুই বড় দাবানলের অন্যতম ইটন আগুনের দুই- তৃতীয়াংশের সমান হয়ে দাঁড়ায়। ইটন আগুনে লস অ্যাঞ্জেলসের বিশাল এলাকা ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টিক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে তাদের ‘জীবন আশু হুমকির’ মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে জানান, প্রায় ৩১ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং আরো ২৩ হাজারকে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে। অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট জানিয়েছে, ২৮০০ বর্গকিলোমিটারের স্যান গ্যাব্রিয়েল মাউন্টেনস পার্ক দশনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। জলীয়বাষ্পহীন শুষ্ক বাতাস জোরালোভাবে বইতে থাকায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে দাবানলের প্রবল ঝুঁকি তৈরি হওয়ায় সেখানে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্টি অ্যান্ড ফায়ার প্রটেকশন (ক্যাল ফায়ার) জানিয়েছে, রেড ফ্ল্যাগ সতর্কীকরণের কারণে দ্রুত অগ্রসর হতে থাকা দাবানলটি মোকাবেলায় প্রায় ১১ হাজার দমকল কর্মীকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের আশপাশে প্রস্তুত রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির দমকল প্রধান অ্যান্থনি মারোনে জানিয়েছেন, হিউজ আগুনকে নিয়ন্ত্রণে আনতে চার হাজারেরও বেশি দমকল কর্মী কাজ করছেন।
ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ৯ মাস ধরে উল্লেখ করার মতো কোনো বৃষ্টিপাত হয়নি, ফলে সেখানে বিপজ্জনক দাবানল পরিস্থিতি বিরাজ করছে। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছু বৃষ্টিপাত হতে পারে, এমন পূর্বাভাস থাকায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। ক্যাল ফায়ার জানিয়েছে, ৭ জানুয়ারি থেকে লস অ্যাঞ্জেলেসকে ছারখার করে দেয়া দুই প্রাণঘাতী দাবানল প্রায় নিয়ন্ত্রণে আসার পর নতুন দাবানল তাণ্ডব শুরু করেছে।
লস অ্যাঞ্জেলেসের পূর্ব দিকের ইটন আগুন ৫৭ বর্গকিলোমিটার এলাকা পুড়িয়ে দেয়ার পর দাবানলটির ৯১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আর পশ্চিম দিকে থাকা সবচেয়ে বড় দাবানল প্যালিসেডস আগুন ৯৫ বর্গকিলোমিটার ছাই করে দেয়ার পর এর ৬৮ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল