২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

তুরস্কে হোটেলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তুরস্কের বলুর কারতালকাইয়া স্কি রিসোর্ট : ইন্টারনেট -

তুরস্কে একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনার সাথে সংযোগ থাকার অভিযোগে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টার দিকে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বোলু পর্বতের কারতালকাইয়া রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন। তাদের মধ্যে অন্তত ৫১ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে হোটেলটির মালিকও আছেন। ইয়ারলিকাইয়া আরো জানান, নিহতদের মধ্যে ৪৫ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি লাশগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। কর্তৃপক্ষ হোটেলটির সুরক্ষাব্যবস্থা নিয়ে ক্রমাগত সমালোচনার মুখোমুখি হচ্ছে। আগুন লাগার পর কেন সতর্কতামূলক সঙ্কেত বাজেনি, বেঁচে যাওয়া লোকজন এমন অভিযোগ করছেন।

 


আরো সংবাদ



premium cement