২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

-

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক হেলিকপ্টারের সহায়তায় চালানো মঙ্গলবারের এই অভিযানকে ‘বড় ধরনের ও গুরুত্বপূর্ণ সামরিক অভিযান’ বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমতীরে বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলার জন্য অভিযুক্ত চরম ডানপন্থী ইসরাইলিদের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার একদিন পর এ হামলা চালানো হলো।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর বিরুদ্ধে নতুন আক্রমণ শুরুর অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে নেতানিয়াহু দাবি করেন। তিনি বলেন, ‘আমরা পদ্ধতিগতভাবে ও অটলভাবে ইরানি অক্ষের বিরুদ্ধে কাজ করছি; গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও জুদিয়া ও সামারিয়া- যেখানেই তারা তাদের হাত বিস্তৃত করেছে সেখানেই।’ অধিকৃত পশ্চিমতীরকে বোঝাতে ইসরাইল জুদিয়া ও সামারিয়া ব্যবহার করে। ফিলিস্তিনের ছিটমহল গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র দুই দিনের মাথায় জেনিনে এ হামলা চালানো হলো। গত কয়েক বছরে ইসরাইলি বাহিনী জেনিনে বহু অভিযান ও বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে- ‘সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জেনিনে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে।’ এর আগে পশ্চিমতীরের ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীগুলো জেনিন সংলগ্ন শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে কয়েক সপ্তাহ ধরে অভিযান চালিয়েছিল। এই শরণার্থী শিবিরটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের সদস্যদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল বলে দাবি করে দখলদার ইসরাইল। ফিলিস্তিনি স্বাস্থ্য পরিষেবা জানিয়েছে, রাতজুড়ে চলা ইসরাইলের এই হামলায় অন্তত নয় ফিলিস্তিনি নিহত ও আরো ৩৫ জন আহত হয়েছেন। এক সপ্তাহ আগে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও আরো অনেকে আহত হয়েছিলেন। ২০২৩ এর অক্টোবরে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পশ্চিমতীরে ইসরাইলের হামলায় কয়েক শ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তা ছাড়া ইসরাইলি বাহিনী নিয়মিত হামলা চালিয়ে পশ্চিমতীর থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।


আরো সংবাদ



premium cement