২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`
শুল্ক আরোপের তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

-


চীনের ওপর শুল্ক আরোপের হুমকি বহু আগে থেকেই দিয়েছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় অনেকবার হুঁশিয়ারি বার্তা শোনা গেছে তার। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও ট্রাম্প বলেছিলেন, শপথের দিনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবার অভিষিক্ত প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে চীনে তৈরি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার কথা বিবেচনা করছেন তিনি। পাশাপাশি শুল্ক আরোপের তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নাম।

নির্বাচনী প্রচারণার সময় চীনা পণ্যের ওপর যে শুল্ক আরোপের প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, বাস্তবে আরোপিত শুল্ক তার চেয়ে অনেক কম। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশকৃত সব চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করতে ইচ্ছুক। তা ছাড়া চীনা পণ্যের ওপর যে পরিমাণ অতিরিক্ত শুল্ক জারি করেছেন ট্রাম্প, তা এমনকি যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর জারিকৃত শুল্কের চেয়েও কম। দুই প্রতিবেশী দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

চীন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। যুক্তরাষ্ট্রের বাজার চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তারপরও চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, চীন থেকে আসা ভয়াবহ মাদক ফেন্টানিলের কারণেই দেশটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘চীন থেকে অতিমাত্রায় ফেন্টানিল আসছে এবং যুক্তরাষ্ট্র রীতিমতো সয়লাব হয়ে গেছে এই মাদকে। আমি আশা করব, শুল্ক বৃদ্ধির পর বেইজিং এই মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর হবে।’

এ দিকে ইইউ ও অন্য দেশগুলোরও যুক্তরাষ্ট্রের সাথে ‘সমস্যাজনক’ বাণিজ্য উদ্বৃত্ত আছে বলে জানিয়েছেন ট্রাম্প। আগের দিনের করা মন্তব্যের পুনরাবৃত্তি করে ট্রাম্প বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের জন্য খুব, খুব খারাপ। তাই তাদের ওপর শুল্ক আরোপ হতে যাচ্ছে। এটিই একমাত্র পথ। আপনারা ন্যায্যতা পেতে যাচ্ছেন।’ ট্রাম্প সোমবার বলেছেন, চীন থেকে আসা রাসায়নিকসহ কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী ও ফেন্টানিল পাচার বন্ধ না করা পর্যন্ত দেশগুলোর ওপর শুল্ক আরোপ করে রাখার কথা বিবেচনা করছেন তিনি।

হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো মঙ্গলবার সিএনবিসি চ্যানেলকে বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও নিষিদ্ধ মাদকের (ফেন্টানিল) প্রবেশ বন্ধ করতে চাপ সৃষ্টির জন্য ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। নাভারো বলেন, ‘তিনি কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ২৫, ২৫ এবং ১০ (শতাংশ) অথবা যাই হোক না কেন, বিবেচনা করছেন কারণ ফেন্টানিলের ওভারডোজের কারণে প্রতিদিন ৩০০ আমেরিকানের মৃত্যু হয়।’

 


আরো সংবাদ



premium cement