এক দশকের মধ্যে প্রথম লেবানন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী
- আরব নিউজ
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ঘোষণা করেছেন যে, তিনি এক দশকের মধ্যে প্রথমবারের মতো লেবানন সফরে যাচ্ছেন। তিনি এই ঘোষণা দেন গত মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের একটি কূটনৈতিক প্যানেলে। আজ বৃহস্পতিবারের এক দিনের সফরটি ২০১৫ সালের পর থেকে লেবাননে সৌদি আরবের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম সফর। সৌদি আরব ও লেবাননের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সম্প্রতি লেবাননে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রিন্স ফয়সাল। তিনি বলেন, লেবাননের ভবিষ্যৎ নির্ভর করছে দেশটির জনগণের ওপর। তারা যদি বাস্তব সংস্কার ও সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে সিদ্ধান্ত নেয়, তবে সৌদি আরব সহযোগিতায় আগ্রহী। তিনি বলেন, ‘আমরা লেবাননের একটি নতুন ভবিষ্যৎ দেখতে চাই। কিন্তু এটি বাস্তবায়নের জন্য আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ ও সংস্কার দেখতে চাই।’ প্রিন্স ফয়সাল সিরিয়ার ভবিষ্যৎ নিয়েও ‘সতর্ক আশাবাদ’ প্রকাশ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা