২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রকে ‘হু ও জলবায়ু চুক্তি’ থেকে সরিয়ে নিলেন ট্রাম্প

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সব ধরনের চাঁদা দেয়া বন্ধ করা হবে
ক্যাপিটাল ওয়ান এরিনায় প্রেসিডেন্টের উদ্বোধনী প্যারেড অনুষ্ঠানে যোগদানের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন : ইন্টারনেট -

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হয়ে যাবে। বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি কোভিড-১৯ মহামারী ও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সঙ্কটের সময় ভুলভাবে পরিচালিত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
ট্রাম্প বলেছেন, ডব্লিউএইচও ‘সদস্য রাষ্ট্রগুলোর অসঙ্গত রাজনৈতিক হস্তক্ষেপ’ এড়িয়ে স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে। সংস্থাটি চীনের মতো অন্য বড় দেশগুলো থেকে যে অর্থ পাচ্ছে তার তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ‘পীড়াদায়কভাবে বেশি অর্থ নিচ্ছে’। দ্বিতীয় মেয়াদে অভিষেকের কিছুক্ষণ পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করতে করতে ট্রাম্প বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য (সংস্থা) আমাদের ছিবড়ে ফেলেছে, প্রত্যেকেই যুক্তরাষ্ট্রকে ছিবড়ে ফেলছে। এটি আর হতে যাচ্ছে না।’
রয়টার্স জানায়, এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র ১২ মাসের মধ্যে জাতিসঙ্ঘের স্বাস্থ্য সংস্থাটি থেকে বের হয়ে যাবে এবং সংস্থাটিকে দেয়া সব ধরনের চাঁদা বন্ধ করে দেবে। ডব্লিউএইচওর সামগ্রিক তহবিলের ১৮ শতাংশের জোগান দেয়া যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত সংস্থাটির সবচেয়ে বড় দাতা। ২০২৪-২৫ সালের জন্য ডব্লিউএইচওর দ্বিবার্ষিক বাজেট ৬৮০ কোটি ডলার।
হোয়াইট হাউজের দফতরে ডব্লিউএইচওর নথিতে স্বাক্ষরের সময় সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট মন্তব্য করেন, ‘ওহ, এটি বড় এক পক্ষ।’ বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য রয়টার্সের জানানো অনুরোধে ডব্লিউএইচও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিলেন ট্রাম্প। কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়াকালে তার প্রশাসন ২০২০ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে প্রত্যাহার করে নিয়েছিল। তবে পরবর্তীতে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট জো বাইডেন সেই সিদ্ধান্ত উল্টে দেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ট্রাম্পের ডব্লিউএইচও থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে এর ফলাফল সম্পর্কে সতর্ক করেছেন। তারা বলেছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের জনগণের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রেসিডেন্ট বাইডেনের অধীনে কোভিড-১৯ মোকাবেলার সমন্বয়কারী হিসেবে কাজ করা আশীষ ঝা সতর্ক করে বলেছিলেন, ‘ডব্লিউএইচও থেকে সরে যাওয়া কেবল বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও বৈজ্ঞানিক দক্ষতাকেও ক্ষতিগ্রস্ত করবে।’ গ্লোবাল পাবলিক হেলথ বিশেষজ্ঞ এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্স গস্টিন মন্তব্য করেন, ‘এটি একটি বিপর্যয়কর সিদ্ধান্ত।’
প্যারিস জলবায়ু চুক্তি :
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কিছুক্ষণের মধ্যেই এ পদক্ষেপ নেন তিনি। এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক গ্রিনহাউজ গ্যাস নির্গতকারী দেশকে এক দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে চলা বৈশ্বিক লড়াই প্রচেষ্টা থেকে সরিয়ে নিলেন ট্রাম্প।
সোমবার ওয়াশিংটন ডিসির স্পোর্টস ভেনু ক্যাপিটাল ওয়ান এরিনায় সমবেত সমর্থকদের সামনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। স্বাক্ষর করার আগে তিনি বলেন, ‘আমি অবিলম্বে ওই অন্যায্য, একপেশে প্যারিস জলবায়ু চুক্তি প্রতারণা থেকে প্রত্যাহার করছি। চীন যখন দায়মুক্তি পাচ্ছে তখন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে আমাদের নিজেদের শিল্পের ক্ষতি করতে পারে না।’
রয়টার্স লিখেছে, এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের মধ্যে ২০১৫ সালের ওই চুক্তির বাইরে থাকা তিন দেশ ইরান, লিবিয়া ও ইয়েমেনের পাশে স্থান পেল। ওই চুক্তিতে বিশ্বব্যাপী সরকারগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি শিল্প বিপ্লবের আগের স্তর থেকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের (২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট) মধ্যে রাখতে সম্মত হয়েছিল।


আরো সংবাদ



premium cement
মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব? হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’

সকল