ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত ১৫০০ সমর্থককে ক্ষমা ট্রাম্পের
- রয়টার্স
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
হোয়াইট হাউজে ফিরে দ্রুততার সাথে সরকারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করে দিয়েছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রথম কার্যদিবসে ইউএস ক্যাপিটল হামলায় জড়িত দেড় হাজার সমর্থককে ক্ষমা করে দিয়েছেন তিনি। আগের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ভোট জালিয়াতির অভিযোগ তুলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা করেন ট্রাম্প ভক্তরা। সেই ক্যাপিটল রোটুন্ডার কার্যালয়েই ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প।
আধুনিক যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ইতিহাসে ক্যাপিটল হিলে হামলার মতো ন্যক্কারজনক ঘটনা এর আগে দেখা যায়নি। ওই হামলার ভুক্তভোগী থেকে শুরু করে পুলিশ ও আইনজীবীরা স্বভাবতই হামলাকারীদের ক্ষমা করে দেয়ার সিদ্ধান্তকে ভালোভাবে নেবেন না বলেই ধারণা করা যায়। ক্যাপিটল হিলের হামলায় পুলিশের ওপর রাসায়নিক দ্রব্য, পাইপ, লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে চড়াও হয়েছিলেন দাঙ্গাকারীরা।