২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`
বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যুদ্ধবিরতিতে গাজায় পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন

মানবিক ত্রাণবাহী ট্রাকের বহর মিসর থেকে কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করছে : ইন্টারনেট -

যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকায় প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এর জন্য উপত্যকাজুড়ে ‘পদ্ধতিগত প্রবেশাধিকার’ প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। গত রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই হামাস এবং ইসরাইলের মধ্যে চলা ১৫ মাসের যুদ্ধে গাজার বেশির ভাগ হাসপাতালই ধ্বংস হয়ে গেছে। এ ক্ষেত্রে তা পুনর্গঠন প্রয়োজন। তবে গাজার স্বাস্থ্য ব্যবস্থা স্বাভাবিক করতে সেখানে পূর্ণাঙ্গ প্রবেশাধিকার প্রয়োজন বলে মনে করছে ডব্লিউএইচও।
এতে বলা হয়, এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, গাজাজুড়ে সব মানুষের কাছে পৌঁছাতে ডব্লিউএইচওর নিয়মিত প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। সম্ভাব্য সব সীমান্ত এবং রুট ব্যবহার করে সহায়তার প্রবাহকে স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব কিছুর প্রবেশাধিকারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে নিজেদের কর্মযজ্ঞ বৃদ্ধিতে প্রস্তুত, তবে এখনো কার্যক্রমকে বাধাগ্রস্তকারী নিরাপত্তার দোহাই অপসারণ করা জরুরি বলে মনে করছে তারা। যুদ্ধবিরতির আগ পর্যন্ত গাজায় সহায়তার পরিমাণ এবং গতি-প্রকৃতির ওপর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ করেছে ইসরাইল। তবে উপত্যকাটিতে স্বাস্থ্যগত যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা দূর করতে সামনের দিনগুলোতে ব্যয় আরো বাড়াতে হবে বলে মনে করছে জেনেভাভিত্তিক ওই সংস্থা।
ইসরাইল-হামাসের মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন ডব্লিউএইচওর প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, এই যুদ্ধবিরতি লাখ লাখ মানুষের জন্য বিপুল আশা নিয়ে আসবে, যাদের জীবন সঙ্ঘাতের কারণে বিধ্বস্ত হয়েছে। তবে ডব্লিউএইচওর প্রধান উল্লেখ করেন, ধ্বংসের মাত্রা, কাজের জটিলতা, সংশ্লিষ্ট সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে গাজার স্বাস্থ্যগত বিপুল চাহিদা পূরণ করা, স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ হবে।


আরো সংবাদ



premium cement