কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় নিহত ৮৬
- আলজাজিরা
- ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় রক্তক্ষয়ী হামলায় কমপক্ষে ৮৬ জন মানুষ নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর হামলার কারণে গত তিন দিনে প্রাণহানির এই ঘটনা ঘটে।
বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সাথে শান্তি আলোচনার ব্যর্থ প্রচেষ্টার পর উত্তর-পূর্ব কলম্বিয়ায় মাত্র তিন দিনে ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। ইএলএন গত বৃহস্পতিবার উত্তর-পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ওপর আক্রমণ শুরু করে। ওই গোষ্ঠীটি এখন বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-এর সাবেক সদস্যদের নিয়ে গঠিত। ২০১৭ সালে ফার্ক নিরস্ত্র হওয়ার পর থেকে তারা লড়াই চালিয়ে আসছিল।