ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপের আশা ইরানের
- এএফপি, রয়টার্স
- ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসন মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থের প্রতি ‘সম্মান’ প্রদর্শন এবং ‘বাস্তববাদী’ দৃষ্টিভঙ্গি অবলম্বন করবে বলে প্রত্যাশা করছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই প্রত্যাশার কথা জানিয়েছেন।
তেহরানে সংবাদ ব্রিফিংয়ে ইসমাইল বাকাই বলেছেন, ‘আমরা আশা করছি, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের দৃষ্টিভঙ্গি এবং নীতিগুলো বাস্তবসম্মত ও আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে নেয়া হবে। যা ইরান-সহ এই অঞ্চলের দেশগুলোর স্বার্থ ও আকাক্সক্ষার প্রতি শ্রদ্ধাশীল হবে।’
ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে ইসরাইলকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন বিদায়ী প্রশাসনের নিন্দা জানিয়েছেন বাকাই। তিনি বলেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে যেকোনো ধরনের গুরুত্ব দেখাতে ব্যর্থ হয়েছে বাইডেনের প্রশাসন। প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপের’ নীতি অনুসরণ করেছিলেন। ২০১৫ সালের যুগান্তকারী পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।
তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য ইরানের সাথে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত ওই পরমাণু চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ছয় শক্তিধর দেশ।