২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

২৬ জানুয়ারির মধ্যে ইসরাইলি সেনা সরাতে আলটিমেটাম লেবাননের

-

লেবানন থেকে ইসরাইলি সেনা সরাতে আলটিমেটাম দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি দাবি জানিয়েছেন, গত ২৭ নভেম্বর সই হওয়া ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরাইলকে আগামী ২৬ জানুয়ারির মধ্যে দেশের দক্ষিণাঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে। শনিবার রাজধানী বৈরুতে জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট আউনের কার্যালয় এ কথা জানিয়েছে।
প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, স্থল ও আকাশে ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলা বিশেষ করে লেবানিজদের বাড়িঘর উড়িয়ে দেয়া এবং সীমান্তবর্তী গ্রাম ধ্বংস- এসব যুদ্ধবিরতি চুক্তিতে যা বলা হয়েছিল তার সম্পূর্ণ পরিপন্থি। এটি লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত। এ দিকে লেবাননে সফররত বিশ্বসংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেন, ‘গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুসারে নির্ধারিত সময়সীমার (২৬ জানুয়ারি) মধ্যে সেনাদের ‘নিরাপদ’ প্রত্যাহার নিশ্চিত করার জন্য তিনি ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ চালিয়ে যাবেন।
গুতেরেস বলেন, ‘আউনের নেতৃত্বে লেবাননের আরো আশাব্যঞ্জক উজ্জ্বল ভবিষ্যৎ’ অপেক্ষা করছে। দেশটি স্থিতিশীল এবং মধ্যপ্রাচ্যের একটি কেন্দ্র (হাব) হয়ে উঠতে পারে।’ যুদ্ধবিরতির অংশ হিসেবে, হিজবুল্লাহকে লিটানি নদীর ওপারে পিছু হটতে হবে এবং অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। উল্লেখ্য, লিটানি নদী ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত।


আরো সংবাদ



premium cement
বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাম্পের নামে ক্রিপ্টোকারেন্সি, দাম আকাশছোঁয়া উদ্বোধনী সমাবেশের আগের ভাষণে ‘আমেরিকার পতন’ থামানোর প্রতিশ্রুতি ট্রাম্পের ট্রাম্প ২.০ : বিশ্বে এর প্রভাব কেমন হতে পারে সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার নাতির ছুরিকাঘাতে দাদার মৃত্যু চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, হাসপাতালে রোগীদের ভিড় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে পশ্চিমতীরে জনতার উল্লাস হালুয়াঘাটে টলির চাপায় শিশুর মৃত্যু অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে বৈঠক চলছে

সকল