১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ইরানে গুলি করে সুপ্রিম কোর্টের ২ বিচারককে হত্যা

-

ইরানে গুলি করে সুপ্রিম কোর্টের দুই বিচারককে হত্যা করা হয়েছে। তারা দু’জনই জ্যেষ্ঠ বিচারক ছিলেন। গতকাল শনিবার রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের কাছে এ ঘটনা ঘটে। বিবিসি পার্সিয়ান জানিয়েছে, নিহত দুই বিচারক হলেন- মোহাম্মদ মোগিসেহ এবং আলী রাজিনি। তাদের হত্যার বিষয়টি দেশটিতে বিচারকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। তারা দু’জন আদালতের দু’টি আলাদা বিভাগের দায়িত্বে ছিলেন।
সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হামলায় তিন বিচারককে টার্গেট করা হয়েছিল। এর মধ্যে দু’জন নিহত হলেও অপর একজন বেঁচে গেছেন। তবে হামলাকারী হামলার পরপরই আত্মহত্যা করে। এ মুহূর্তে তার পরিচয় এবং হামলার কারণ জানার চেষ্টা চলছে। বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, হামলার ঘটনা ঘটেছে তেহরানের আর্ক স্কয়ারে। এ ঘটনার পর বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের কাছে কিভাবে হামলাকারী পৌঁছাল সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘হত্যার ঘটনা ঘটিয়েছে এক সশস্ত্র হামলাকারী। আদালতের বাইরে বিচারকদের হত্যার পর সে নিজেকে হত্যা করে। এ দুই বিচারক জাতীয় নিরাপত্তা অপরাধ, সন্ত্রাসবাদ এবং গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে লড়াই করছিলেন। তারা দু’জন ছিলেন অভিজ্ঞ এবং সাহসী।’ বিবৃতিতে বিচার বিভাগ আরো বলেছে, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, সুপ্রিম কোর্টে হামলাকারীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এ ছাড়া আদালতে ভিজিটর হিসেবেও যায়নি।’


আরো সংবাদ



premium cement