ট্রাম্পের মেয়াদে পরমাণু কর্মসূচিতে হামলার ঝুঁকিতে ইরান
- আলআরাবিয়া
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর যে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার ঝুঁকি বাড়বে সেটা অনুমেয়। কেননা, নিজের প্রথম মেয়াদেও ইরানের ওপর নানা রকম বিধি-নিষেধ জারি রেখেছিলেন ট্রাম্প। যে কারণে এখন নিজেদের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলার ঝুঁকি কমানোর উপায় খোঁজার চেষ্টা চালাচ্ছে ইরান। এ ব্যাপারে ইউরোপীয় কূটনীতিকদের সাথেও বসছে তারা।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত ১ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে অপারেশন ‘ট্রু প্রমিজ-২’ পরিচালনা করে ইরান। যেখানে তারা ২০০টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের এই হামলা ইসরাইলের পশ্চিমা মিত্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও ছিল কঠোর এক বার্তা। যে কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দিহান পশ্চিমারা। তবে সম্প্রতি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে প্রতিরোধ করার উপায় আছে কি না তা নিয়ে আলোচনা শুরু করেছে ইউরোপ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা