গাজা যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ব্যর্থতা : হিজবুল্লাহ
- টাইমস অব ইসরাইল
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাশেম। গতকাল শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরাইলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। হিজবুল্লাহ প্রধান বলেন, গত বছরের মে মাসে প্রস্তাবিত এই চুক্তি অপরিবর্তিত অবস্থায় কার্যকর হওয়া প্রমাণ করে, ইসরাইলের প্রতিরোধকারীরা সফল হয়েছে এবং ইসরাইল নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে টানা ১৪ মাসের যুদ্ধে লেবাননে ইসরাইলি হামলায় ৩ হাজার ৭০০ জনেরও বেশি নিহত হয়। বাস্তুচ্যুত হয় ১২ লাখ মানুষ। অন্য দিকে ইসরাইলের কমপক্ষে ৭৫ জন নিহত হন। শেষ পর্যন্ত, গত ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহর সাথে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি হয়। এই যুদ্ধবিরতির কথা উল্লেখ করে কাশেম বলেন, লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি গাজার এ বিজয়ে অবদান রেখেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা