১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`
বাণিজ্যযুদ্ধের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের ওপর ‘ট্রাম্প কর’ আরোপের হুমকি কানাডার

-

ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুমকির পর কঠোর প্রতিক্রিয়া জানাল কানাডা। কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি শুক্রবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের ওপর কাস্টমস ডিউটি বাড়ান, তবে আমেরিকানরা ‘ট্রাম্প ট্যারিফ ট্যাক্স’ দ্বারা আক্রান্ত হবে। তিনি দাবি করেছেন, এ ধরনের সিদ্ধান্ত বাণিজ্য যুদ্ধের জন্ম দিতে পারে এবং কানাডা এতে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
দু’দিন পর হোয়াইট হাউজে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প তার অর্থনৈতিক পরিকল্পনায় উল্লেখ করেছেন যে, তিনি কানাডিয়ান আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এছাড়া, মেক্সিকো, চীন এবং অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধেও এই ধরনের পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে। এরপর থেকেই নানা ঘটনা আলোচনা সমালোচনা চলছে।
এ নিয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি জানান, ‘এ সিদ্ধান্তের কারণে গত কয়েক দশকের মধ্যে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যযুদ্ধ হতে পারে। আমেরিকানরা আমাদের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ শুরু করবে।’ তিনি আরো বলেন, ‘আমরা সর্বাধিক চাপ প্রয়োগ করার জন্য প্রস্তুত আছি।’ কানাডা এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করার মতো পদক্ষেপ গ্রহণ করবে, যা কানাডিয়ান গ্রাহক এবং কর্মসংস্থানের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে।
এএফপির সূত্রে জানা গেছে, কানাডা যুক্তরাষ্ট্র থেকে স্টিল, সেরামিকস, কাচের পণ্য এবং কমলা রসের ওপর উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা করছে। এগুলো হলো প্রথম পর্যায়ের পণ্য, যা পরে বাড়ানো হতে পারে। বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমরা কানাডা ও কানাডিয়ানদের রক্ষায় দৃঢ় এবং একনিষ্ঠ হবো।’


আরো সংবাদ



premium cement