ব্রিটেন-ইউক্রেন ১০০ বছরের চুক্তি
- এএফপি
- ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন ও তার মিত্রদের সাথে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার কথা বলেছেন স্টারমার। এ ছাড়া ১০০ বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরো সমর্থন দেয়ার ঘোষণাও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেন স্টারমার। এ সময় ‘এক শ’ বছরের অংশীদারিত্ব’ চুক্তি সই করেন দুই নেতা। এর মাধ্যমে কিয়েভকে আরো সমর্থন দেয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর স্টারমারের এটিই প্রথম ইউক্রেন সফর। এই সফরে দুই দেশের মধ্যে ‘আগের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে এর প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
আগামী সপ্তাহে হোয়াইট হাউজের দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ইউক্রেনের সাথে রাশিয়ার প্রায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে স্টারমার বলেছেন, ‘যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে।’
জেলেনেস্কি সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে হাল ছেড়ে না দিয়ে ইউক্রেনের প্রতি দীর্ঘমেয়াদি সামরিক সহায়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবারের এই চুক্তিকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে প্রশংসা করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম বড় সামরিক সমর্থক হিসেবে কাজ করে আসছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা