১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে কড়া নিরাপত্তা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগে হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা বেষ্টনী তৈরি করছেন শ্রমিকরা। : ইন্টারনেট -

হোয়াইট হাউজে ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে ওয়াশিংটন ডিসি। সমবেত সমর্থকদের তল্লাশি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। স্থাপন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক তল্লাশি চৌকি ও প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ অস্থায়ী বেড়া। আগামী সোমবার ইউএস ক্যাপিটলের সিঁড়িতে শপথ গ্রহণের পর হোয়াইট হাউজ পর্যন্ত কুচকাওয়াজের মধ্যে দিয়ে ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর সপ্তাহান্তে দেখা যাবে পাল্টাপাল্টি ট্রাম্প বিরোধীদের বিক্ষোভ ও রিপাবলিকানদের আনন্দ মিছিল।
ওয়াশিংটন মনুমেন্টের দিকে ফিরে দাঁড়িয়ে নির্বাচিত কংগ্রেস সদস্য, তার প্রশাসনের মনোনীত ব্যক্তি ও সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। ২০২০ সালে বাইডেনের কাছে পরাজয়ের পর এই ক্যাপিটল হিলেই হামলা চালিয়েছিলেন ট্রাম্প সমর্থকরা। অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা নি-িদ্র করতে চাওয়ার পেছনে আরেকটি কারণ হলো গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে ঘটা ভয়ঙ্কর কিছু বিচ্ছিন্ন হামলা, যা এককভাবে কোনো ব্যক্তি পরিচালনা করেছেন। ট্রাম্পকে ইতোমধ্যে দু’বার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রথমবার হামলাকারীর গুলি তার কানের পাশে দিয়ে চলে যায়।
এ ছাড়া বছরের শুরুতেই দু’টি ভয়াবহ হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ অরলিন্সে এক সাবেক মার্কিন সেনা ট্রাক নিয়ে নববর্ষ উদযাপনকারীদের ভিড়ে ঢুকে পড়লে ১৪ জন নিহত এবং বহু লোক আহত হন। একই দিনে কর্মরত আরেক সেনা লাস ভেগাসে ট্রাম্প ব্র্যান্ডের একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ ঘটান। এতে তার মৃত্যু হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা ইউএস সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট ম্যাট ম্যাককুল এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা খুব নিরাপত্তা ঝুঁকিতে আছি। সুনির্দিষ্ট হামলার বদলে একক ব্যক্তির বিচ্ছিন্ন হামলা বা লোন উলফ অ্যাটাক নিয়ে উদ্বিগ্ন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা। তারা বলেছেন, অভিষেক অনুষ্ঠানে নির্দিষ্ট ও সুপরিকল্পিত হামলা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একক হামলাকারী নিয়ে উদ্বিগ্ন তারা। মার্কিন ক্যাপিটল পুলিশ জানিয়েছে, আগুন দেওয়ার চেষ্টা করার সময় ক্যাপিটল ভবনের কাছ থেকে একজনকে আটক করা হয়েছে। ক্যাপিটল পুলিশের প্রধান থমাস ম্যাঙ্গার নিরাপত্তাসংক্রান্ত ব্রিফিংয়ে বলেন, আগামী সপ্তাহজুড়ে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। একক হামলাকারীরা আমাদের প্রধান শঙ্কা।


আরো সংবাদ



premium cement