১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

ইরান কখনোই ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেনি : পেজেশকিয়ান

ইরান কখনোই ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেনি : পেজেশকিয়ান -

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে ইরান কখনোই হত্যার ষড়যন্ত্র করেনি বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সরকারের অতীতের অভিযোগগুলোও অস্বীকার করেন। নভেম্বরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
অভিযোগে বলা হয়, ইরানের রেভুল্যুশনারি গার্ড কোর ওই ষড়যন্ত্রের ছক কষে ট্রাম্পকে হত্যার নির্দেশ দিয়েছিল; কিন্তু কোনো হামলা হওয়ার আগেই মার্কিন আইন প্রয়োগকারীরা কথিত পরিকল্পনাটি ব্যর্থ করে দেয়। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্পও বলেছিলেন যে, তাকে হত্যার চেষ্টার পেছনে ইরান থাকতে পারে। ‘যা-ই হোক, কোনোটাই না,’ ট্রাম্পকে হত্যার ইরানের কোনো পরিকল্পনা ছিল কি না, এমন প্রশ্নে এনবিসি নিউজকে বলেন পেজেশকিয়ান। তিনি বলেন, ‘আমরা কখনোই এটি শুরু করার চেষ্টা করিনি আর করবও না’।


আরো সংবাদ



premium cement