১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের কালো তালিকা থেকে কিউবার নাম বাদ

-

রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ পরিচালিত কালো তালিকাভুক্ত দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার এ পদক্ষেপ নিয়েছেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফ্লোরিডার বেশ কয়েকজন রিপাবলিকান এমপি। তবে হোয়াইট হাউজ বলছে, বন্দিমুক্তি চুক্তির অংশ হিসেবে বাইডেন এ সিদ্ধান্ত নিয়েছেন।
ফ্লোরিডার স্থানীয় সংবাদমাধ্যম ফ্লোরিডা ফিনিক্স জানিয়েছে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বা সন্ত্রাসের মদদদাতা দেশের তালিকা থেকে কিউবার নাম প্রত্যাহারের ঘোষণাপত্রে বাইডেন লিখেছেন, ‘কিউবা সরকার গত ছয় মাসে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জন্য কোনো সহায়তা প্রদান করেনি। কিউবা সরকার আশ্বাস দিয়েছে যে, তারা নিকট ভবিষ্যতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কর্মকাণ্ডকে সমর্থন করবে না।’
যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর কিউবা ঘোষণা দেয়, তারা বিভিন্ন অপরাধের জন্য আটক ৫৫৩ জন বন্দীকে মুক্তি দেবে।


আরো সংবাদ



premium cement