১৩ মামলায় বুশরা বিবির অন্তর্বর্তী জামিন
- সামাটিভি
- ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির গত ২৬ নভেম্বরের ডি-চক বিক্ষোভের সাথে সংশ্লিষ্ট ১৩ মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। বিচারক তাহির আব্বাস সুপ্রা ৫ হাজার রুপির জামিনদার বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। রেঞ্জার্স দুর্ঘটনা মামলায় বুশরা বিবিকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। শুনানি চলাকালে বিচারক তাহির আব্বাস সুপ্রা দুইবার আসামিপক্ষের আইনজীবীর আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন। আইনজীবীদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, আপনারা সব জায়গায় ভিআইপি প্রোটোকল দাবি করেন কিন্তু তা সম্ভব নয়। আদালতে আসার আগে আপনারা সঠিকভাবে সব ফাইল প্রস্তুত করুন। বুশরা বিবির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। তোশাখানা-২ মামলায় তার খালাসের আবেদনের পরিপ্রেক্ষিতে বায়োমেট্রিক যাচাইয়ের জন্য বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্টেও গিয়েছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা