নাইজেরিয়ায় ৪০ কৃষককে হত্যা
- আলজাজিরা
- ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
নাইজেরিয়ায় একটি সশস্ত্র গোষ্ঠী কমপক্ষে ৪০ জন কৃষককে হত্যা করেছে। হামলাকারীরা আইএসআইএল সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। সোমবার বোর্নো প্রদেশের গভর্নর বাবাগানা উমারা জুলুম এবং প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার বলেছেন, বোকো হারাম সংগঠন এবং পশ্চিম আফ্রিকা প্রদেশের আইএসআইএল (আইএসআইএস) সহযোগীদের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তথ্য কমিশনার উসমান টার আলজাজিরাকে বলেন, প্রথমে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা শাদ হ্রদের তীরে দুম্বার কয়েক ডজন কৃষককে আটক করে এবং গত রোববার গভীর রাতে তাদের গুলি করে হত্যা করে।
উসমান টার আরো তিনি বলেন, ‘প্রাথমিক খবরে ইঙ্গিত করা হয়েছে, প্রায় ৪০ জন কৃষক নিহত হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা