১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

বন্দী ইউক্রেনীয়দের সাথে উত্তর কোরীয় সেনাদের বিনিময় চান জেলেনস্কি

-

রাশিয়ায় বন্দী ইউক্রেনীয়দের সাথে বিনিময়ের ব্যবস্থা করতে পারলে কিয়েভে আটক উত্তর কোরীয় সেনাদের তাদের নেতা কিম জং উনের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার সামাজিক মাধ্যম এক্স এ জেলেনস্কি বলেন, ‘নিঃসন্দেহে উত্তর কোরিয়ার বন্দী প্রথম সেনার পর আরো আসবে। আমাদের সেনারা অন্যদেরও বন্দী করবে। এটি শুধু সময়ের ব্যাপার।’
এর আগে শনিবার জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে উত্তর কোরিয়ার দুই সেনাকে বন্দী করে নিয়ে এসেছে ইউক্রেন। প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেনের যুদ্ধে গত শরতে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। তারপর থেকে ইউক্রেন প্রথমবারের মতো উত্তর কোরীয় সেনাদের জীবিত বন্দী করার ঘোষণা দিলো।
ইউক্রেনীয় ও পশ্চিমা হিসাব অনুযায়ী, রাশিয়ার বাহিনীগুলোকে আরো শক্তি জোগাতে মিত্র উত্তর কোরিয়ার প্রায় ১১ হাজার সেনা কুর্স্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়া তাদের মাটিতে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। কুর্স্কে রাশিয়া ও উত্তর কোরিয়ার সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে বলে জেলেনস্কি দাবি করেছেন।
তিনি বলেছেন, ‘কিম জং উন যদি রাশিয়ার বন্দী হয়ে থাকা আমাদের যোদ্ধাদের সাথে তার সেনাদের বিনিময়ের ব্যবস্থা করতে পারেন তাহলে তাদের (উত্তর কোরীয় সেনাদের) তার হাতে তুলে দেয়ার জন্য ইউক্রেন প্রস্তুত।’ জেলেনস্কি একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন, তাতে উত্তর কোরিয়ার সেনা বলে উপস্থাপিত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তাদের একজন একটি বেডে শুয়ে ছিলেন আর তার হাতে ব্যান্ডেজ ছিল। অপরজন বসে ছিলেন আর তার চোয়ালে ব্যান্ডেজ বাঁধা ছিল।
ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) জানিয়েছে, বন্দী ওই দুই সেনার একজন কর্মকর্তাদের বলেছেন, তিনি ভেবেছিলেন তিনি যুদ্ধ করার জন্য নয় বরং ‘প্রশিক্ষণের’ জন্য রাশিয়ায় যাচ্ছেন। তার কাছে অন্য এক ব্যক্তির নামে ইস্যু করা রাশিয়ার সামরিক আইডি কার্ড পাওয়া গেছে, কিন্তু বন্দী অপর সেনার কাছে কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এসবিইউ জানিয়েছে, ৯ জানুয়ারি বন্দী হওয়া দুই ব্যক্তি কিয়ভে রয়েছেন। তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তারা শুধু কোরিয়ান ভাষায় কথা বলে, তাই দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৩ হাজার সেনা হতাহত
এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত উত্তর কোরীয় সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) রিপোর্টের ভিত্তিতে সোমবার এই দাবি করেছেন দেশটির একজন আইনপ্রণেতা। ওই আইনপ্রণেতা বলেছেন, তিন হাজার হতাহত উত্তর কোরীয় সেনার মধ্যে অন্তত ৩০০ জনের প্রাণহানি হয়েছে। বাকি দু’ হাজার ৭০০ জন আহত হয়েছেন। এনআইএসের রিপোর্ট অনুযায়ী, গ্রেফতার এড়াতে প্রয়োজনে বোমা ফাটিয়ে আত্মহত্যার আদেশ দিয়েছে পিয়ংইয়ং।
এনআইএসের বরাতে দক্ষিণ কোরীয় বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ইউক্রেন অনুরোধ করলে আটক উত্তর কোরীয় সেনাদের নিজেদের ভূখণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরীয় সেনারা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেনি।
ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের মতে, গত অক্টোবরে উত্তর কোরীয় সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে তাদের সংখ্যা ১০ হাজার ছিল বলে ধারণা করা হয়। এ ছাড়া মস্কোকে বিপুল পরিমাণ গোলাবারুদ পিয়ংইয়ং সরবরাহ করছে বলেও অভিযোগ করে আসছে তারা।


আরো সংবাদ



premium cement
বশেমুরকৃবিতে ল্যাব ব্যবস্থাপনা ও পরিচালনায় সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ ভারতের দলিত কিশোরীকে ৫ বছর ধরে ৬৪ জন মিলে ধর্ষণ! পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে ২ নারীর লাশ উদ্ধার কক্সবাজারে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’ বাকৃবি প্রশাসনের কাছে ছাত্র শিবিরের ৩২ দফা দাবি নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা মিরসরাইয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দেশে রেমিট্যান্স আসায় শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় আমিরাত কারেন্ট জালের সাইজ নির্ধারণ করা হবে : মৎস্য উপদেষ্টা সারের কৃত্রিম সঙ্কটের চেষ্টা করলে ডিলারশিপ বাতিল : কৃষি উপদেষ্টা

সকল