০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

যুক্তরাষ্ট্র-জাপান-ফিলিপাইন সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার

-

এশিয়ার নৌসীমায় ক্রমবর্ধমান অস্থিরতা মোকাবেলায় ত্রিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করার অঙ্গীকার করেছে জাপান, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস জুনিয়র ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক ভার্চুয়াল বৈঠকে এসব কথা হয়। মার্কোসের কার্যালয় থেকে জানানো হয়, অর্থনৈতিক, সামুদ্রিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি ও সুসংহত করার বিষয়ে একমত হয়েছেন তিন নেতা।
এর আগে গত এপ্রিলে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হয়েছিলেন এই তিন দেশের নেতারা। ম্যানিলা থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ত্রিপক্ষীয় অংশীদারিত্ব অব্যাহত রাখার গুরুত্ব বুঝতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বাইডেন। মার্কোস বলেছেন, জাপান, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের দৃঢ় কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে বলে তিনি বিশ্বাস করেন।
হোয়াইট হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের বিপজ্জনক ও বেআইনি কার্যকলাপ নিয়ে আলোচনা করেছেন তিন নেতা। চীনের আগ্রাসী মনোভাবের সামনে অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নিশ্চিত করতে তাদের ত্রিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার গুরুত্ব নিয়ে একমত প্রকাশ করেছেন তারা।
চীনের নাম উল্লেখ না করে জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বলপ্রয়োগে স্বার্থসিদ্ধির তীব্র নিন্দা জানিয়েছেন বৈঠকে অংশগ্রহণকারী নেতারা। যুক্তরাষ্ট্রের সাথে পৃথকভাবে দ্বিপক্ষীয় সামরিক চুক্তি রয়েছে জাপান ও ফিলিপাইনের। পূর্বচীন সাগরে জাপান ও দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জলসীমার অধিকার নিয়ে বেইজিংয়ের সাথে আঞ্চলিক দ্বন্দ্ব রয়েছে।


আরো সংবাদ



premium cement
আহতদের চিকিৎসায় আগত বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা ‘আ’লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?’ গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার শুরু করা না হলে আন্দোলনের হুমকি ফিলিস্তিনিদের গাজায় থাকার ইচ্ছাকে বিশ্ব নেতাদের সম্মান করা উচিত : জাতিসঙ্ঘে ফিলিস্তিনি দূত বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ বিমানের এক টিকিটে আরেকটি ফ্রি দিচ্ছে ফার্স্টট্রিপ গাজায় ইসরাইলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু তাপমাত্রা বাড়তে পারে দুদকের মামলায় গ্রেফতার শিবলী রুবাইয়াত প্রিন্স আগা খান চতুর্থ আর নেই

সকল