এআই নিয়ে নতুন পরিকল্পনা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
- আলজাজিরা
- ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ৫০ দফার পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে তিনি ব্রিটেনকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ‘বৈশ্বিক নেতা’ হিসেবে গড়ে তুলতে চান। স্টারমারের এই পরিকল্পনা ‘দেশ গড়ার দশক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিকল্পনাটির নাম ‘এআই অপরচুনিটিস অ্যাকশন প্ল্যান’। গতকাল সোমবার এই পরিকল্পনা উন্মোচন করে ভাষণ দেয়ার কথা স্টারমারের। ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর এবং দেশটির বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক বিভাগ গত রোববার এক যৌথ বিবৃতিতে জানায়, এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে এআই প্রবৃদ্ধি অঞ্চল (গ্রোথ জোন) গড়ে তোলা হবে। এসব অঞ্চল মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রথম এআই প্রবৃদ্ধি অঞ্চলটি গড়ে তোলা হবে অক্সফোর্ডশায়ারের কুলহামে। এসব প্রবৃদ্ধি অঞ্চলে তথ্যকেন্দ্রগুলোর জন্য দ্রুত পরিকল্পনা অনুমোদন এবং জ্বালানি গ্রিডে আরো ভালো প্রবেশাধিকারের সুযোগ নিশ্চিত করা হবে। পুঁজিবাদী ম্যাট ক্লিফোর্ডের নেতৃত্বে গত বছর ব্রিটেনের লেবার পার্টির সরকার কমিশন গঠন করেছিল। ওই কমিশনের প্রতিবেদনের ৫০টি সুপারিশের সব ক’টি গ্রহণ করেছেন কিয়ার স্টারমার।
পরিকল্পনায় রাষ্ট্রীয় মালিকানাধীন এআই কম্পিউটিং সক্ষমতা ২০ গুণ বাড়ানোর কথা বলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা