বাস্তবতা মেনেই তালেবানের সাথে সুসম্পর্ক চায় ভারত
- আলজাজিরা
- ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
সম্প্রতি দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে ভারত তালেবানের সাথে সম্পর্ক উন্নত করতে চায়। ভারতের এই বৈঠক এমন এক সময়ে হয়েছে, যখন পাকিস্তান আফগানিস্তানে সামরিক হামলা চালিয়েছে ও ভারত এ নিয়ে তীব্র সমালোচনা করেছে। এর পাশাপাশি, তালেবান সম্প্রতি মুম্বাইতে তাদের একজন কনসাল নিয়োগ করেছে।
তালেবান সরকারের পক্ষ থেকে মুম্বাইয়ে এই প্রতিনিধি নিয়োগ দেয়া নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত সরকার। অবশ্য এই নিয়োগ এমন এক সময়ে হয়েছে, যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জে পি সিং কাবুল সফর করেন। গত বছরের নভেম্বরে জে পি সিং কাবুল সফর করেন। তালেবান সরকারের সাথে গত এক বছরে ভারতের সম্পর্ক ধীরে ধীরে উন্নত হয়েছে, তবে এই বৈঠক ছিল প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।
অন্য দিকে গত ২০ বছরে আফগানিস্তানে ৩০০ ডলারেরও কোটির বেশি অর্থ বিনিয়োগ করেছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ৮ জানুয়ারি ওই বৈঠকে আঞ্চলিক উন্নয়ন, বাণিজ্য ও মানবিক সহযোগিতাসহ স্বাস্থ্য খাতসহ আফগান শরণার্থীদের সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা