লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ১৬, নিখেঁাজ ১৩
- বিবিসি
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া প্রাণঘাতী দাবানলে মৃত্যু বেড়ে অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। দাবানলগুলোর মধ্যে সবচেয়ে বড়টি নগরীর সবচেয়ে অভিজাত এলাকাগুলোর মধ্যে একটিতে ছড়িয়ে পড়ার মুখে আছে। এ হুমকি ঠেকাতে দমকল কর্মীরা সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছেন। নগরীর উত্তর-পশ্চিম প্রান্তের প্যালিসেইডস আগুন ২৪ ঘণ্টার মধ্যে আরো এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে, এতে আরো বহু ঘরবাড়ি দাবানলের গ্রাসে চলে ে গছে। দাবানলটি এখন লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাংশের অভিজাত ব্রেন্টউড এলাকায় ছড়িয়ে পড়ার হুমকি তৈরি করেছে।
আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে দমকল কর্মীরা আকাশযান থেকে জ্বলতে থাকা পাহাড়গুলোতে পানি ও আগুন নিরোধক ছিটাচ্ছেন। মঙ্গলবার থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশের এলাকাজুড়ে একযোগে ছয়টি দাবানল শুরু হয়ে ছড়িয়ে পড়া শুরু করে। এতে শনিবার পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট ও অন্য গণমাধ্যমগুলো জানিয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তার দফতর জানায়, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১১ জন ইটনের আগুনে এবং বাকি পাঁচজন প্যালিসেইডসের আগুনে মারা গেছেন।
দমকল কর্মকর্তারা জানিয়েছেন, ছয়টি দাবানলে এ পর্যন্ত ১২ হাজার বাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা ধ্বংস হয়ে গেছে। অন্তত ১৩ জন নিখেঁাজ রয়েছেন। দমকল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি শুরু করতে পারলে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। ক্যালিফোর্নিয়া দমকলের কর্মকর্তা টড হপকিন্স এক সংবাদ সম্মেলনে জানান, প্যালিসেইডসের আগুন ১১ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণ করা গেলেও এটি ২২ হাজার একরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে।
হপকিন্স জানান, প্যালিসেইডেসের আগুন ম্যান্ড্যাভেইল ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়ার পর ব্রেন্টউড এলাকায় ছড়িয়ে পড়ার হুমকি তৈরি করেছে। এটি ইঞ্চি ইঞ্চি করে উত্তর-দক্ষিণ ৪০৫ মহাসড়কের দিকেও এগিয়ে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা ব্রেন্টউডে অনেক যশস্বী মানুষজন বাস করেন। এদের মধ্যে চলচ্চিত্র অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার অন্যতম। দাবানল এগিয়ে আসায় ব্রেন্টউডের বেশকিছু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ এলাকার মধ্যে পাহাড়ের উপরে অবস্থিত জাদুঘর গেটি সেন্টারও পড়েছে। এ জাদুঘরে এক লাখ ২৫ হাজার শিল্পকর্ম রয়েছে। এসব শিল্পকর্মের মধ্যে ভ্যান গগ, রেমব্রা, রুবেন্স, মনে ও দেগার মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীর কাজ রয়েছে। তবে এখনো পর্যন্ত গেটি সেন্টারের ভবনটি অক্ষত রয়েছে। দ্বিতীয় বড় দাবানল ইটন আগুনে ১৪ হাজারের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে।
দমকল কর্মীরা এ আগুনের ১৫ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। আর কেনেথ ও হাস্টর্ নামের ছোট দু’টি দাবানল তারা প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এসব দাবানল কিভাবে শুরু হয়েছে তার কোনো কারণ এখনো নির্ধারণ করা যায়নি। বড় দু’টি দাবানল এ পর্যন্ত ম্যানহাটনের দ্বিগুণ পরিমাণ এলাকা গ্রাস করেছে। লস অ্যাঞ্জেলেসের প্রায় এক লাখ ৫৩ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে আর আরো এক লাখ ৬৬ হাজারকে সতর্ক করে বলা হয়েছে, তাদেরও এলাকা ছাড়তে হতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলেছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঝড়ো বাতাস সান্তা আনা লস অ্যাঞ্জেলেসের ওপর দিয়ে জোরালোভাবে বইতে পারে, তারপর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আবার বইতে পারে। এ সময় একটানা বাতাসের বেগ ঘণ্টার ৩০ কিলোমিটার হতে পারে, যা দমকা হওয়া আকারে ঘণ্টায় ৭০ মাইল বেগে বয়ে যেতে পারে। প্রচণ্ড শুষ্ক আবহাওয়ার মধ্যে এমন জোরালো বাতাস বইতে থাকলে দাবানল পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা